ভারতে জয়ে শুরু করলো বাংলাদেশের মেয়েরা
ছবি: সংগৃহীত
দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প নকআউট ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করেছে সদ্যপুষ্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব। ভুটানের গোমটু ফুটবল ক্লাবের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বাংলাদেশের মেয়েরা।
ভারতের কুচবিহারে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সদ্যপুষ্কুরিনী। ১১তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন সুলতানা। প্রথমার্ধে আরও বেশ কয়েকবার সুযোগ তৈরী করলেও শেষ পর্যন্ত ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা।
বিজ্ঞাপন
৭০ মিনিটের এই ম্যাচে বিরতি থেকে ফিরে আরও একবার প্রতিপক্ষের জাল খুঁজে পায় সদ্যপুষ্কুরিনী। ম্যাচের ৩৮তম মিনিটে লিড দ্বিগুণ করে তারা। ২-০ গোলে পিছিয়ে পড়া গোমটু যখন ম্যাচে ফিরতে মরিয়া, তখন আরও একবার গোল করে ব্যবধান বাড়ায় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৪৭তম মিনিটে তৃতীয় গোলের দেখা পায় তারা।
ক্লাব হিসেবে খেলতে আসলেও এই টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র দল হিসেবে খেলছে সদ্যপুষ্কুরিনী। দলের অধিনায়ক সুলতানা বলেন, ‘আমরা রংপুরের হয়ে খেললেও সবাই আমাদেরকে বাংলাদেশের মেয়ে হিসেবেই এখানে সমর্থন দিয়েছে ও সাহস যুগিয়েছে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।'
বিজ্ঞাপন
দলটির হেড কোচ শামীম খান মিসকিন আসরের বাকি ম্যাচগুলোতেও জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, 'প্রথম ম্যাচের জয় আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছি। আশা করছি আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরব ইনশা-আল্লাহ।'
গত ৪ মে (বৃহস্পতিবার) ভারতে গেছেন ফুটবলকন্যাদের গ্রামখ্যাত রংপুরের সদ্যপুষ্কুরিনীর মেয়েরা।
ফরহাদুজ্জামান ফারুক/এইচজেএস