কিছুদিন আগে বিয়ে করেছেন মিডফিল্ডার সোহেল রানা। জাতীয় দলের জার্সি গায়ে গোল করলে নববধূকে উৎসর্গ করার ঘোষণা দিয়েছিলেন সোহেল। প্রথম ম্যাচে গোল না করতে পারলেও ম্যাচসেরা হয়েছেন তিনি।

তাই ম্যাচ সেরা স্বীকৃতিই স্ত্রীকে উৎসর্গ করলেন সোহেল, ‘আমার স্ত্রী ফুটবল অনুরাগী। বাংলাদেশ দলের ম্যাচ সে মিস করে না। এই জয়ে নিশ্চয়ই খুশি। আমি ম্যাচসেরা হওয়ায় আরও বেশি। আমার ম্যাচ সেরার স্বীকৃতি তাকে উৎসর্গ করছি।’
 
ম্যাচ সেরার স্বীকৃতি হিসেবে আড়াইশ ডলার উপহার পেয়েছেন সোহেল। আড়াইশ ডলার কি স্ত্রীকে উপহার হিসেবে দেবেন এই প্রশ্নের উত্তরে হেসে দিয়েছেন, ‘তাকে অবশ্যই কিছু উপহার দেব।’ সোহেলের অধিনায়কত্বে বাংলাদেশ ম্যাচ খেলা শুরু করে। তার হাতে আর্মব্যান্ড থাকা অবস্থায় বাংলাদেশ একমাত্র জয়সূচক গোলটি পায়। 

সবকিছু মিলিয়ে আজকের দিনটি সোহেলের জন্য দারুণ, ‘আসলেই খুব ভালো লাগছে। অধিনায়ক হলাম, দল জিতল, ম্যাচসেরা হলাম। এর চেয়ে আর বেশি কিছু পাওয়ার থাকে না এক ম্যাচ থেকে।’

এই ম্যাচ জিতে আরও জয়ের ক্ষুধা বেড়ে গেছে এই মিডফিল্ডারের, ‘টুর্নামেন্টে ফাইনাল খেলতে হলে প্রথম ম্যাচে জয়ের প্রয়োজন ছিল। আমরা সেই কাজটি করতে পেরেছি। এই ম্যাচ জেতায় আমাদের টুর্নামেন্টে যাত্রাটা ভালো হলো। আশা করি পরের ম্যাচেও ভালো কিছু করতে পারব। এই ম্যাচে যে ভুল করেছি নেপাল ম্যাচে যাতে না হয় সেই দিকে লক্ষ্য থাকবে।’

এজেড/এমএইচ