বাংলাদেশের খেলোয়াড় নয়, খেলার স্টাইলে মুগ্ধ তিনি
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন শুরু হলো হেরে যাওয়া দল কিরগিজিস্তানকে দিয়ে। মাত্র এক গোলে হেরেছে তারা। সেই একমাত্র গোলটিও আবার নিজেদের উপহার দেওয়া। স্বাভাবিকভাবেই বিষণ্ন তাদের কোচ। সুন্দর চেহারার নূরবেকের চোখে মুখে বিষণ্নতার ছাপ স্পষ্ট।
এক গোলে হারকে মেনে নিতে কষ্ট নিলেও বুক চাপা ব্যথা রেখে বললেন, ‘বাংলাদেশ এক গোল পেয়ে যাওয়ার পর কিছুটা রক্ষণাত্মক হয়েছে। যার ফলে আর আমরা সেভাবে গোলের সুযোগ পাইনি। হয়তো তাদের কৌশলই ছিল এটা।’ বাংলাদেশের কৌশলের কিছুটা কৌশলী সমালোচনা করলেও জেমি ডের খেলানোর স্টাইল মনে ধরেছে কিরগিজ কোচের।
তিনি বলেন, ‘আমি আমার দল নিয়েই বেশি মনোযোগী ছিলাম। বাংলাদেশের কোনো নির্দিষ্ট ফুটবলারকে সেভাবে দেখিনি। তবে বাংলাদেশের খেলা দেখে মনে হয়েছে যেন ইউরোপীয়ান স্টাইলে খেলছে। অনেকটা ইংলিশ ফুটবল স্টাইল। কোনো খেলোয়াড় নয়, আমার কাছে বাংলাদেশের খেলার স্টাইলকে পছন্দ হয়েছে।’
বিজ্ঞাপন
প্রতিপক্ষ কোচের এই প্রশংসা শুনে খুশি বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে, ‘প্রতিটি কোচ নিজস্ব স্টাইলে খেলানোর চেষ্টা করে। আমি ইংলিশ দেখে হয়তো কিছুটা ছোট ছোট বিল্ড পাসে খেলিয়েছি। খেলোয়াড়রা সেটা রপ্ত করেছে। সেটা হয়তো তার মনে ধরেছে। তার মন্তব্য আমাদের জন্য প্রাপ্তি।’
কিরগিজস্তান দল ম্যাচের শেষ দিকে বেশ আক্রমণ করেছিল। তবুও গোল না পাওয়ায় ম্যাচ খালি হাতেই ফিরতে হয়েছে মাঠ থেকে। তাই এই ম্যাচ ভুলে পরের ম্যাচের দিকে নজর কিরগিজ কোচের, ‘আমরা এখন সামনের ম্যাচের দিকে তাকাতে চাই। এই ম্যাচে নিয়ে আর কিছু বলার নেই।’
বিজ্ঞাপন
এজেড/এমএইচ