নেপালের দশরথ স্টেডিয়াম

দশরথ স্টেডিয়াম কমপ্লেক্সে ২০১৯ সালের এসএ গেমস খেলেছিল বাংলাদেশ। প্রায় দেড় বছরের কম সময়ে আবার বাংলাদেশ ফুটবল দল নিয়ে এসেছেন কোচ জেমি ডে। এ সময়ের ব্যবধানে দশরথের মাঠ দেখে মুগ্ধ হয়েছেন জেমি ডে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে বলেন, ‘মাঠটি খুবই সুন্দর হয়েছে। গত বছর যখন ডিসেম্বরে খেলেছিলাম এর চেয়ে এখন অনেক ভালো।’ শুধু মাঠ নয় স্টেডিয়াম কমপ্লেক্সের পরিবেশেও খুশি বাংলাদেশের কোচ, ‘স্টেডিয়ামের পরিবেশটি খুবই সুন্দর। বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরিবিলি।’ 

দশরথের প্রশংসার পাশাপাশি বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ, ‘আমাদের জাতীয় স্টেডিয়ামের মাঠটি এ রকম মানের হওয়া উচিত।’  

দশরথ স্টেডিয়াম আসলেই সুন্দর পরিবেশ বিরাজ করছে। পুরো স্টেডিয়াম কমপ্লেক্স লাল রং করা হয়েছে। পুরোপুরি ঝকঝকে। কোথাও অপরিচ্ছন্নতা নেই। দোকানপাট, যানজটের তো প্রশ্নই আসে না। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে যেটা কল্পনাতীত। গ্যালারীও সুসজ্জিত করা হয়েছে। ১৫ হাজার আসনের মধ্যে সাড়ে বারো হাজার আসনের টিকিট বিক্রি করবে নেপাল ফুটবল এসোসিয়েশন।

বাংলাদেশ নেপাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৭ মার্চ। এ ম্যাচে স্বাগতিক সমর্থকদের জন্য নেপালকে ফেভারিট ভাবছেন জেমি, ‘সাড়ে বারো হাজার দর্শকের সমর্থন পাওয়া অনেক বড় ব্যাপার। তাছাড়া নেপাল তিন মাস আগের চেয়ে এখন আরো ভালো দল। নভেম্বরে তাদের ছয় জন ফুটবলার করোনার জন্য বাংলাদেশ যেতে পারেনি। এখন তারা দলে রয়েছেন।’

এজেড/টিআইএস