দুপুরের পরেই টিম হোটেল থেকে বিদায় নিলেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। ব্রিটিশ টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির সঙ্গে দেশে ফিরে যাচ্ছেন আজ (বৃহস্পতিবার)। কিরগিজস্তান ম্যাচে ইনজুরি আক্রান্ত হওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন তিনি। 

দেশে গিয়ে তাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। হোটেল ছাড়ার সময় বিশ্বনাথ ঘোষ বলেন, ‘দলের প্রতি শুভকামনা। আমি ফিরে গেলেও দল ভালো কিছু নিয়ে ফিরে আসুক সেই কামনা রইল। আমি যেন দ্রুত মাঠে ফিরতে পারি সবাই দোয়া করবেন।’ 

টেকনিক্যাল ডিরেক্টর পল ২২ মার্চ বাফুফে সভাপতি, সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্যদের সঙ্গে কাঠমান্ডুতে এসেছিলেন। পল ফিরে গেলেও ফাইনাল দেখেই দেশে ফেরার পরিকল্পনা বাফুফের শীর্ষ কর্তাদের। আজ (বৃহস্পতিবার) নেপাল কিরগিজস্তানের সাথে ড্র করলেই বাংলাদেশ ফাইনালে। 

বাংলাদেশ ফাইনালে উঠলে ফাইনাল দেখেই দেশে ফিরতে চান বাফুফে সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ২৭ মার্চ থেকে নারী ফুটবল লিগ শুরু হওয়ার কথা থাকলেও সেটা কয়েকদিন পেছানোর কথা জানালেন কিরণ, ‘লিগ ৪-৫ দিন পিছিয়ে শুরু হবে। দলগুলো আরও কিছু দিন অনুশীলনের সুযোগ পাচ্ছে।’ নারী ফুটবল লিগ কিছুটা পিছিয়ে গেলেও ২৯ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী ফুটবল ইভেন্ট শুরু হবে। 

এজেড/এমএইচ/এটি