ছবি: সংগৃহীত

পেন্ডুলামের মতো দুলছে ম্যাচ। কখনো আবাহনী কখনো মোহামেডান লীড নেয়। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে আবাহনী রহমতের গোলে সমতা আনে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন রহমত।

মোহামেডানের গোলরক্ষক সুজন আহত হলে বিপুকে নামান কোচ আলফাজ আহমেদ। বিপু নামার কিছুক্ষণের মধ্যে মোহামেডান গোল হজম করে।

এর আগে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে লীড নেয় মোহামেডান। এবারও গোলদাতা অধিনায়ক সুলেমান দিয়াবাতে। বক্সের মধ্যে আবাহনীর ডিফেন্ডার তাকে ফাউল করেন। রেফারি আলমগীর সরকার পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করেন দিয়াবাতে। ম্যাচে প্রথমবারের মতো মোহামেডান লীড নেয়।

আবাহনী-মোহামেডানের ফেডারেল কাপের ফাইনাল অতিরিক্ত সময়ে গড়িয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচটি ৩-৩ গোলে ড্র ছিল। দুই দলের সর্বশেষ ফাইনালটি টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছিল। ২০০৯ সালে টাইব্রেকারে সেই ফাইনালে মোহামেডান জিতেছিল৷ 

এইচজেএস