১৪ এপ্রিল ঢাকায় আবাহনী লিমিটেডের প্লে-অফ ম্যাচ। আবাহনীর প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব ঈগলস। আজ (বুধবার) মালেতে অনুষ্ঠিত প্লে-অফ ম্যাচে ঈগলস ২-০ গোলে ভূটানের থিম্পুকে হারায়। ঈগলসের পরবর্তী ম্যাচ ঢাকা আবাহনীর বিরুদ্ধে। বাংলাদেশে চলমান লকডাউনের মেয়াদ বাড়লে ১৪ এপ্রিল ঢাকায় আবাহনী-ঈগলসের ম্যাচটি অনিশ্চিত। 

ঢাকা আবাহনীর ম্যাচের বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) সিদ্ধান্ত আসতে পারে বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ‘আমরা এএফসির কাছে সামগ্রিক বিষয় উল্লেখ করে চিঠি দিয়েছি। আশা করি আগামীকাল নাগাদ এএফসি একটি নির্দেশনা দিয়ে চিঠি দিতে পারে। সেখানে আবাহনী ম্যাচের ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।’ 

১৪ এপ্রিল ঢাকায় আবাহনীর ম্যাচটি না হলে এএফসি কাপে জটিলতা সৃষ্টি হবে। কারণ ১৪ এপ্রিলের ম্যাচের জয়ী দলকে ২১ এপ্রিল আরেকটি প্লে-অফ ম্যাচ খেলে চূড়ান্ত পর্ব খেলতে পারবে। এএফসি কাপের মূল পর্বে খেলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

এএফসি বাফুফেকে এখনো চিঠির উত্তর না দিলেও ফিফা উত্তর দিয়েছে। ৭ এপ্রিল ছিল মধ্যবর্তী দলবদলের শেষ দিন। চলমান লকডাউন পরিস্থিতিতে ক্লাবগুলোর জন্য মধ্যবর্তী দলবদলে অংশগ্রহণ করা কঠিন। বিদেশি ফুটবলারদের নিবন্ধনে আন্তর্জাতিক ছাড়পত্রের প্রয়োজন। দলবদলের সময় বর্ধিতকরণে ফিফার অনুমতি প্রয়োজন। বাফুফের আবেদনের প্রেক্ষিতে ফিফা আরো ১০ দিন সময় দিয়েছে। ১৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের জন্য খেলোয়াড় নিবন্ধনের সুযোগ পাবে ক্লাবগুলো।

এজেড/টিআইএস