সেপ্টেম্বরে ঢাকায় বঙ্গবন্ধু সাফ ফুটবল
বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা আগামী বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। সোমবার সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘টুর্নামেন্টটি এই বছর হওয়ার কথা ছিল। করোনার জন্য স্থগিত করতে হয়েছে। পরিস্থিতি ভালো থাকলে আগামী বছর ১৪- ২৫ সেপ্টেম্বর ঢাকায় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।’
বিজ্ঞাপন
এই সময়সূচি এখনই চুড়ান্ত বলা যাচ্ছে না কারণ নিজেদের মধ্যে আলোচনা করে মতামত দেবে বলে জানিয়েছে জায়ান্ট ভারত।
এই প্রসঙ্গে হেলাল বলেন, ‘ভারতের প্রাথমিক সম্মতি রয়েছে। এরপরও তারা কিছুদিন সময় নিয়ে চুড়ান্ত করবে।’
বিজ্ঞাপন
সোমবার অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় ছেলেদের অনূর্ধ্ব-১৫ ও ১৮ চ্যাম্পিয়নশিপের পাশাপাশি মেয়েদের অনূর্ধ্ব ১৬ ও ১৯ সাফ চ্যাম্পিয়নশিপের সূচিও অনুমোদিত হয়েছে।
এছাড়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের আদলে সাফের নতুন গঠনতন্ত্র অনুমোদিত হয়। ২০২০ সালের বাজেটও পাশ হয়েছে এই সভায়।
এজেড/ এমএইচ