বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার কোয়ারেন্টাইন পর্ব যেন শেষই হচ্ছে না। ৫ জানুয়ারি পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে জামালকে। 

কলকাতা মোহামেডানের মিডিয়া ম্যানেজার অজয় মজুমদার বলেন, ‘জামাল একটু দেরিতে এসেছে এজন্য ওর কোয়ারেন্টিন দেরিতে শুরু হয়ে দেরিতে শেষ হচ্ছে।’ 

অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন আই লিগে অংশগ্রহণকারী সকল ফুটবলারদের জৈব বলয়ের মধ্যে রাখার নিয়ম করেছে। সেই আলোকে জামাল ভূঁইয়া এখন কোয়ারেন্টাইনে রয়েছেন। 

মিডিয়া ম্যানেজার অজয় আরও জানান, ‘জামাল কোয়ারেন্টিনে থাকলেও আমাদের কোচ ও কোচিং স্টাফের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। কোয়ারেন্টাইন শেষের অপেক্ষায় এখন জামাল।’

জামাল ভূইয়া কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলার পর করোনা পজিটিভ হন। কাতারে আইসোলশনে থেকে নেগেটিভ হয়ে দেশে ফেরেন। দেশে ফিরেই দুই দিনিরে মধ্যে আবার কলকাতার বিমান ধরেছেন। ২৪ নভেম্বর তিনি কলকাতায় পা রাখেন। 

আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে  আই লিগ। 

এজেড/এটি/ এমএইচ