এপ্রিলেই লিগ শুরু করতে চায় বাফুফে। চলমান লকডাউন ও করোনা পরিস্থিতির জন্য বাফুফে চাইলেই লিগ শুরু করতে পারছে না। লকডাউন পরিস্থিতির মধ্যেও লিগ আয়োজনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 

প্রিমিয়ার ফুটবল লিগ শুরু করার ব্যাপারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত দেওয়ার কিছু দেখছেন না দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবক  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘গত বছর করোনার সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে খেলা স্থগিত করেছিল। পরবর্তীতে খেলা পুনরায় শুরুর বিষয় জানানো হয়েছিল। এই বছর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে খেলা বন্ধের বা স্থগিত করার কোনো ঘোষণা দেয়নি, ফলে খেলা শুরু করার ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত দেওয়াও সম্ভব না।’  

বাফুফে ক্রীড়া মন্ত্রণালয়ের ওপর নির্ভরশীল হলেও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাফুফেকেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেন, ‘দেশের পরিস্থিতি, ক্লাবগুলোর অবস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে তাদেরকে খেলা শুরুর  সিদ্ধান্ত নিতে হবে।’ 

লকডাউন, কঠোর বিধিনিষেধের সময় স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনা জারি করে। বাফুফের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচনার ক্ষেত্রে পাশে থাকবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 

বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী লিগ শুরুর ব্যাপারে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করেছেন। পাশাপাশি ফেডারেশন থেকে মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকা পোস্টকে বলেন, ‘২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন রয়েছে। লকডাউন যদি উঠে যায় সেক্ষেত্রে ২৯ এপ্রিল চিঠির উত্তর দেওয়া যাবে। এর আগে ফিরতি চিঠি সম্ভব না।’ 

লকডাউন যদি বর্ধিত হয় সেক্ষেত্রেও খেলা চালাতে চায় বাফুফে। এই প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন , ‘ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আলোচনা করেই পরবর্তী দিক নির্দেশনা ফুটবল ফেডারেশনকে দেয়া হবে।’ 

এজেড/এমএইচ