জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও ১৯৯৯ সাফ গেমস ফুটবলে শিরোপাজয়ী অধিনায়ক জুয়েল রানা আজ (বৃহস্পতিবার) পিতা হারিয়েছেন। জুয়েল গত চার বছর যাবৎ আমেরিকায় স্থায়ীভাবে থাকছেন।

তার মৃত্যুর খবরটি জানিয়েছেন আরেক সাবেক জাতীয় ফুটবলার ও জুয়েল রানার আত্মীয় ইমতিয়াজ আহমেদ নকীব। জুয়েল রানার বোনকে বিয়ে করেছেন নকীবের ভাই। 

জুয়েল রানার পিতার মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে গেছেন নকীব, ‘জুয়েল ভাইয়ের বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন। কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। আজ আমাদের ছেড়ে চলে গেলেন।’ 

জুয়েল রানার পৈতৃক নিবাস সিলেটে। জুয়েলের পিতা মানিক উদ্দিন আহমেদকে দাফনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি পরিবার। 
জুয়েল জাতীয় দল ছাড়াও ঢাকা মোহামেডানের অধিনায়ক ছিলেন। তার পিতার মৃত্যুতে ফুটবলাঙ্গনে নেমেছে শোকের ছায়া। 

এজেড/এমএইচ