বিমানবন্দর থেকে ফেরত গেলেন জামাল ভূঁইয়া
৩০ এপ্রিল শুরু হওয়ার কথা লিগ। এজন্য আজ (শনিবার) ডেনমার্ক থেকে রওনা হচ্ছিলেন বাংলাদেশ ও সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক জামাল ভূঁইয়া। নির্ধারিত সময়ে বিমানবন্দরে গেলেও বোর্ডিং পাস পাননি জামাল। ইউরোপের সঙ্গে বাংলাদেশের এখন ফ্লাইট যোগাযোগ নেই।
দোহা, দুবাই হয়ে যারা আসছেন তারা বিশেষ ব্যবস্থায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পত্রের মাধ্যমে বাংলাদেশে আসছেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের এই অনুমতিপত্র না থাকায় তিনি ডেনমার্ক থেকে রওনা হতে পারেননি।
বিজ্ঞাপন
সাইফ স্পোর্টিংয়ের ম্যানেজার মাহবুবুর রহমান সুমন বলেন, ‘জামাল আমাদের জানিয়েছিল সে সব আলোচনা করেই টিকিট কেটেছে। এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে তার আসার কথা। আমরা সেই মোতাবেক অপেক্ষা করছিলাম। এখন জানতে পারলাম সে বিমানবন্দরে কিছু জটিলতার জন্য ফিরে গেছে।’
জামাল কবে আসবেন এই প্রসঙ্গে তিনি বলেন, ‘২৮ এপ্রিলের পর ফ্লাইট স্বাভাবিক হলে অথবা সরকারি অনুমতিপত্র সংগ্রহ করে আনা ছাড়া আর বিকল্প রাস্তা নেই।’ জামাল ভূঁইয়ার বাংলাদেশ ও ডেনমার্ক দুই দেশের পাসপোর্ট রয়েছে।
বিজ্ঞাপন
২৮ তারিখের পর ইউরোপ থেকে আসলে কোয়ারেন্টিনে থাকতে হতে পারে জামালকে। সেক্ষেত্রে লিগের ম্যাচ মিস করতে পারেন সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক।
এজেড/এমএইচ