মার্চে আফগানদের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ বাংলাদেশের
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল চলতি বছরের ২৬ মার্চ। করোনার কারণে দুই দফা পিছিয়ে সেই ম্যাচ এখন এক বছর পর আগামী মার্চে অনুষ্ঠিত হবে।
এই ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন,‘এশিয়ান ফুটবল কনফেডারেশন আমাদের যে সূচি দিয়েছে তাতে ২৫ মার্চ আফগানিস্তানের বিরুদ্ধে ও জুনে আরও দুইটি ম্যাচ হবে। তিনটি ম্যাচই হোম ম্যাচ।’
বিজ্ঞাপন
বাফুফের পরিকল্পনা ছিল আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি সিলেটে আয়োজনের। চলতি বছর বাফুফে এই জন্য সিলেটের গ্যালারীতে আলাদা চেয়ার ব্যবস্থাও করেছিল। এক বছর পর ম্যাচ হলেও সিলেট ভেন্যু হিসেবে থাকার সম্ভাবনা এখনো থাকছে।
বাফুফে সাধারণ সম্পাদক ভেন্যুর বিষয়ে বলেন, ‘করোনার জন্য অনেক পরিকল্পনাই টিকছে না। পরিস্থিতির উন্নতি হলে আমরা অবশ্যই সিলেটে আফগানিস্তান ম্যাচ আয়োজন করতে চাই। না হলে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই আয়োজন করব।’
বিজ্ঞাপন
জাতীয় দলের বৃটিশ কোচ জেমি ডে এখন ইংল্যান্ডে। যেখানে নতুন ধরনের করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। দেশটিতে চলছে লকডাউন। জেমি ডে কবে আসবেন এই বিষয়ে এখনই নিশ্চিত করে বলতে পারছে না বাফুফে।
তবে ইংল্যান্ড থেকে জেমি ডে ঢাকা পোস্টকে জানিয়েছেন,‘আমি বাংলাদেশে ফিরে ছেলেদের কাছে থাকার জন্য উদগ্রীব হয়ে আছি। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক নয়। এরপরও আমি অনলাইনে ম্যাচ দেখছি। তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।’
১৩ জানুয়ারি লিগ শুরু হবে। লিগের পারফরম্যান্স বিবেচনা করেই দল ঘোষণা করবেন জেমি ডে। মার্চের প্রথম সপ্তাহেই ক্যাম্প করার পরিকল্পনা তার, ‘লিগের সূচি এখনো হয়নি। ম্যাচের আগে অন্তত দুই সপ্তাহ সময় চাই আমি। হোম ম্যাচে আমাদের পয়েন্ট পাওয়ার সম্ভাবনা বেশি।’
২৫ মার্চ আফগানিস্তান, ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিরুদ্ধে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ। তিনটি ম্যাচই হবে নিজেদের মাটিতে।
এজেড/ এমএইচ