আইভরিকোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়েরের একমাত্র গোলে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে। ফেডারেশন কাপে আলোচিত ফুটবলার ছিলেন দিদিয়ের। তার ফাউলের জন্য সাইফ স্পোর্টিংয়ের আল আমিন ফেডারেশন কাপের সেমিফাইনালে মাঠ ছেড়ে হাসপাতালে গিয়েছিলেন। অস্ত্রোপচারের পর এখন সুস্থের পথে তিনি। ঘরোয়া ফুটবলে এমন ইনজুরি খুব একটা দেখা যায় না। সেই ফাউলের জন্য আলোচিত দিদিয়ের।
 
লো বাজেটের দল ও কম অনুশীলন করা আরামবাগ ক্রীড়া সংঘ প্রথমার্ধ গোলশূন্য রেখেছিল। দ্বিতীয়ার্ধে অবশ্য চট্টগ্রাম আবাহনী গোলের জন্য মরিয়া ছিল। ৭৯ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক পায় কোচ মারুফুল হকের শিষ্যরা। আইভরিকোস্টের দিদিয়েরের বুদ্ধিদীপ্ত শটে বল জালে জড়ান। 

মিনিট পাঁচেক পর ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল। পেনাল্টি থেকে গোল মিস করেন দিদিয়ের। প্রথম দফায় তার পেনাল্টি থেকে গোল করলেও রেফারি নাহিদ পুনরায় শট নিতে বলেন। দ্বিতীয় শটে অবশ্য গোল করতে পারেননি দিদিয়ের। 

ম্যাচের ইনজুরি সময়ে ডাগ আউটে উত্তপ্ততা ছড়ায়। চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হককে হলুদ কার্ড দেখানো হয়। রেফারির সিদ্ধান্ত নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী সপ্তম স্থানে আর সমান ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান আরামবাগের। 

এজেড/এমএইচ