দুই লাল কার্ডের ম্যাচে জামালের জয়
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের শেষ ম্যাচ ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদের মধ্যে। রাত ৯টার সেই ম্যাচটি বেশ উত্তেজনাপূর্ণ হয়েছে। ম্যাচে তিনটি গোল ও দুইটি লাল কার্ড দেখানো হয়েছে। পিছিয়ে পড়ে ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে শেখ জামাল ধানমন্ডি। এই জয়ের পর শেখ জামাল ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলা মুক্তিযোদ্ধা সংসদ ৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে।
ম্যাচের শুরুতে লিড নেয় মুক্তিযোদ্ধা সংসদ। ৮ মিনিটে সোহেল রানা গোল করে দলকে এগিয়ে দেন। পিছিয়ে পড়ে শেখ জামাল ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। ৩৫ মিনিটে জামালের ফয়সাল জোড়া পায়ে ফাউল করেন মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড। ওই ফাউলকে কেন্দ্র করে রেফারি দুই দলের ফুটবলারকে একটি করে লাল কার্ড দেখান। মুক্তিযোদ্ধার ফুটবলার আবার ফয়সালকে পা দিয়ে মাড়ায়। এতে দুই জনই লাল কার্ড দেখেন।
বিজ্ঞাপন
মুক্তিযোদ্ধা লিড নিয়ে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আর জামালকে আটকে রাখতে পারেনি। জামালের দুই ফরোয়ার্ড দুই গোল করে দলকে জেতান। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে উজবেক ফরোয়ার্ড আশারভ গোল করে সমতা আনেন। ১৩ মিনিট পর গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন সিল্লাহ গোল করলে ব্যবধান ২-১ হয়৷ ম্যাচের বাকি সময় সেই ব্যবধান বজায় রাখে মানিকের শিষ্যরা৷
বৃহস্পতিবার (৬ মে) প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ নেই। শুক্রবার (৭ মে) দ্বিতীয় লেগের তৃতীয় রাউন্ড। লকডাউন ১৬ মে পর্যন্ত বর্ধিত হওয়ায় ঈদের আগে সব খেলা ঢাকাতেই হবে।
বিজ্ঞাপন
এজেড/এমএইচ