মুক্তিযোদ্ধার সঙ্গে ড্র করে দ্বিতীয় পয়েন্ট আরামবাগের
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে ১৫ ম্যাচ খেলেছে আরামবাগ ক্রীড়া সংঘ। ১৫ ম্যাচের মধ্যে এখনো একটি ম্যাচেও জয় পায়নি তারা। একমাত্র এই ক্লাবই এখন পর্যন্ত লিগে জয়ের দেখা পায়নি।
জয়ের দেখা না পেলেও আজ দিনের শেষ ম্যাচে আরামবাগ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে। এটি আরামবাগের এবারের লিগে দ্বিতীয় পয়েন্ট।
বিজ্ঞাপন
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের শেষ ম্যাচটি দুই দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ। মুক্তিযোদ্ধা জিতলে রেলিগেশন চিন্তা থেকে অনেকটা মুক্ত হতে পারতো। গোলশূন্য ড্র করায় ১০ পয়েন্ট নিয়ে এক ধাপ উন্নতি হয়েছে মুক্তিযোদ্ধার। নয় পয়েন্ট নিয়ে ১১ নম্বরে থাকা উত্তর বারিধারাকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে তারা।
আরামবাগ এক পয়েন্ট পেলেও খুব বেশি উন্নতি হয়নি। দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই রয়েছে তারা। ব্রাদার্স পাঁচ পয়েন্ট নিয়ে তাদের উপরে। ১০ মে উত্তর বারিধারা ও ব্রাদার্স ইউনিয়ন ম্যাচের ফলাফলের উপর রেলিগেশনের অনেক কিছু নির্ভর করবে।
বিজ্ঞাপন
এজেড/এমএইচ