ফেদেরারের দেশে ঠান্ডার কবলে রোমানরা
সুইজারল্যান্ডের সৌন্দর্য্যে মুগ্ধ বাংলাদেশের আরচ্যাররা। দেশসেরা আরচ্যার রোমান সানা ও অসীম কুমার দুই জনই আবার টেনিস তারকা রজার ফেদেরারের ভক্ত। দুয়ে-দুয়ে চার মিললেও ঠান্ডা ও বৃষ্টি তাদের ফেলেছে বিপত্তির মধ্যে। এ রকম পরিস্থিতিতে বাংলাদেশের আরচ্যারদের খেলার অভিজ্ঞতা খুব একটা নেই।
বাংলাদেশ গেমসে বিশ্ব রেকর্ডে কাছাকাছি স্কোর করা কম্পাউন্ড আর্চার অসীম কুমার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ‘ঠান্ডার সাথে বৃষ্টির মুখোমুখি হতে হবে আমাদের।’
বিজ্ঞাপন
আসন্ন টোকিও অলিম্পিকস খেলতে যাওয়া রোমান সানাও ঠান্ডার মধ্যে নিজেদের ছবি পোস্ট করেছেন। বাংলাদেশে ৩০ ডিগ্রির উপরে বেশ গরম আবহাওয়া থেকে এখন ১৫ ডিগ্রির নিচে রয়েছেন রোমানরা। এই পরিস্থিতিতে আরচ্যারদের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়বে কিনা এই বিষয়ে অবশ্য রোমানদের জার্মান কোচ ফ্রেডরিক মার্টিন কোনো মন্তব্য করেননি। রোমান সানা ২০১৯ সালে নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড আরচ্যারি চ্যাম্পিয়নশিপ খেললেও তখন নেদারল্যান্ডসের আবহাওয়া এত ঠান্ডা ছিল না।
১৭ থেকে ২৩ মার্চ সুইজারল্যান্ডের লুজানে বিশ্বকাপ স্টেজ-২ আরচ্যারি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। এই চ্যাম্পিয়নশিপে অলিম্পিকের কোটা প্লেস পাওয়ার সুযোগ নেই। সামনের মাসে প্যারিস অলিম্পিক বাছাই ও রোমানের টোকিও অলিম্পিকের প্রস্তুতির জন্য বাংলাদেশের এই সফর।
এজেড/এটি/টিআইএস
বিজ্ঞাপন