কলকাতায় বিকেলে অনুশীলনে নামছেন জামাল
ফাইল ছবি
কলকাতা মোহামেডানের হয়ে সোমবার প্রথম অনুশীলনে নামছেন জামাল ভূঁইয়া। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় অনুশীলন শুরু হবে। কলকাতা মোহামেডানের মিডিয়া ম্যানেজার অজয় মজুমদার বলেন, ‘আমরা অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের নিয়মানুযায়ী জৈব বলয়ের মধ্যে ছিলাম। এর মধ্যে ফিটনেসের জন্য জিম, সুইমিং করেছেন ফুটবলাররা। আই লিগের জন্য সোমবার প্রথম বল নিয়ে মাঠে অনুশীলন করব আমরা।’
দোহায় করোনায় আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। নেগেটিভ রিপোর্ট নিয়ে দ্রুত ঢাকায় ফিরে ২৪ নভেম্বর কলকাতায় পৌঁছান। ২৪ নভেম্বর থেকে কোয়ারেন্টিন ও জৈব বলয়ের মধ্যেই রয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ৯ জানুয়ারি আই লিগ শুরু হচ্ছে। প্রথম দিনেই কলকাতা মোহামেডানের ম্যাচ রয়েছে। বিশ্ব যুব ভারতীতে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ সুদেভা দিল্লি এফসি। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।
বিজ্ঞাপন
ইন্ডিয়ান সুপার লিগ এখন ভারতের সর্বোচ্চ লিগ। আই লীগ দ্বিতীয় স্তরের লিগ হলেও বিশ্বের অনেক তারকা ফুটবলার খেলছেন। কলকাতা মোহামেডানেই জামাল ভূঁইয়ার সতীর্থ হিসেবে রয়েছেন ঘানা জাতীয় ফুটবলার মোহাম্মদ ফাতাউ। যার স্পেনিশ লা লিগা খেলার অভিজ্ঞতাও রয়েছে।
প্রায় দুই দশক পর বাংলাদেশের ফুটবলার ভারতের লীগে খেলছেন। মাঝে ২০১৬ সালে ইন্ডিয়ান সুপার লিগে মামুনুল ইসলাম অ্যাথলেটিকো ডি কলকাতায় নিবন্ধিত থাকলেও ম্যাচ খেলতে পারেননি।
বিজ্ঞাপন
এজেড/এটি