মেসিদের বছর শুরু কষ্টার্জিত জয়ে
জয়ের উল্লাসে বার্সেলোনা / ছবি: সংগৃহীত
প্রতিপক্ষ অবনমন অঞ্চলে থাকা হুয়েস্কা। তাদের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়। চলতি মৌসুমে এটাই তো বার্সেলোনার ফর্মের প্রতিচ্ছবি! জয় দিয়ে বছর শুরু করায় কোচ রোনাল্ড কোম্যান অবশ্য ফেললেন স্বস্তির নিঃশ্বাসই।
লুই সুয়ারেজ দল ছাড়ার পর থেকে গোল নিয়ে বার্সার দুশ্চিন্তা কমার চিহ্নও নেই। প্রথমার্ধেই যেমন ১৩ শটের মাত্র চারটি গেলো গোলপানে। যাতে শামিল ছিল মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের গোলটি।
বিজ্ঞাপন
প্রতিপক্ষের মাঠে বার্সা প্রথম গোলের সুযোগটা পেয়েছিলো সপ্তম মিনিটে। বাঁ দিক থেকে জর্দি আলবার ক্রসে করা পেদ্রি গঞ্জালেজের দুর্বল শট রুখতে অবশ্য সমস্যাই হয়নি হুয়েস্কা গোলরক্ষকের। এর কিছু পরে লা লিগার ৫০০তম ম্যাচ খেলতে নামা মেসিও পেয়েছিলেন সুযোগ। তবে তিনি শট রাখতে পারেননি লক্ষ্যে। ১৯ মিনিটে উসমান দেম্বেলের শট প্রতিহত হয় হুয়েস্কা রক্ষণে, ফিরতি সুযোগে পেদ্রির হেডার ক্রসবারের উপর দিয়ে চলে যায় বাইরে।
বার্সার গোলের অপেক্ষা শেষ হয় ২৭ মিনিটে। বাঁ দিক থেকে মেসির বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে গোলটি আসে প্রতিপক্ষ গোলমুখে আগুয়ান ডি ইয়ংয়ের পা থেকে। প্রথমার্ধে ফিনিশিংয়ের দিক থেকে নিজের ছায়া হয়ে থাকা মেসি দারুণ এক ফ্রি কিক নিয়েছিলেন ৪১ মিনিটে। তবে হুয়েস্কা গোলরক্ষক কোনোক্রমে সেটা ঠেকালে গোলবঞ্চিত থাকেন বার্সা অধিনায়ক।
বিজ্ঞাপন
৫৬ মিনিটে আবারও সুযোগ মেলে বার্সার। গোলরক্ষককে ফাঁকি দিয়ে দেম্বেলের করা শট এ যাত্রায় বিপদমুক্ত করেন হুয়েস্কা ডিফেন্ডার গালান। স্বাগতিকরা নিজেদের সবচেয়ে বড় সুযোগটা পায় ৬১ মিনিটে। কর্নার থেকে রাফা মিরের করা ব্যাকহিলটি প্রতিহত করেন বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন।
মেসি আবারও সুযোগ পেয়েছিলেন ৬৯ মিনিটে, তার জোরাল শটও ঠেকিয়ে দেন হুয়েস্কা গোলরক্ষক। এর মিনিট দশেক পর দেম্বেলের দারুণ এক চেষ্টাও পায় একই পরিণতি। ফলে ১-০ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয় কাতালানদের।
মৌসুমের অষ্টম আর বছরের প্রথম এই জয় ‘ব্লাউগ্রানাদের’ তুলে দিয়েছে লা লিগার পঞ্চম অবস্থানে। ১৬ ম্যাচ থেকে মেসিদের সংগ্রহ ২৮ পয়েন্ট। তবে তিনে আর চারে থাকা রিয়াল সোসিয়েদাদ ও ভিয়ারিয়ালের চেয়ে যথাক্রমে দুই ও এক ম্যাচ কম খেলেছে দলটি।
দিনের অন্য ম্যাচে মার্কোস ইয়োরেন্তে ও সুয়ারেজের গোলে আলাভেসকে ২-১ গোলে হারানো অ্যাটলেটিকো উঠে গেছে টেবিলের শীর্ষে। ১৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। দুইয়ে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদ ১৭ ম্যাচ থেকে পেয়েছে ৩৬ পয়েন্ট।
এনইউ