গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদো উচ্ছ্বাস / ছবি: সংগৃহীত

ফিওরেন্তিনার কাছে ৩-০ ব্যবধানে হার দিয়ে ২০২০ সাল শেষ করেছিল জুভেন্তাস। এরপর ক্রিশ্চিয়ানো রোনালদো এক ফেসবুক পোস্টে দলকে জেগে ওঠার আহবান জানিয়েছিলেন। সেই রোনালদো নিজেই জোড়া গোল করে ও একটি করিয়ে এবার উদিনেসের বিপক্ষে ৪-১ গোলে জয় পাইয়ে দিলেন দলকে। উদিনেসের বিপক্ষে জোড়া গোল নিয়ে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়াল ৭৫৮-এ। যাতে ছাড়িয়ে গেছেন ব্রাজিলীয় কিংবদন্তি পেলেকে।

ম্যাচের শুরু থেকে চালকের আসনে ছিল কোচ আন্দ্রেয়া পিরলোর জুভেন্তাস। তৃতীয় মিনিটে রোনালদোর জোরাল শট লক্ষ্যে থাকলে হয়তো তখনই এগিয়ে যায় দলটি। স্রোতের বিপরীতে ১১ মিনিটে জুভদের জালে বল জড়ায় সফরকারী উদিনেসে। তবে রদ্রিগো দি পলের চেষ্টাটি গোল হয়নি ভিএআরের খড়গে, যেখানে দেখা যায় নিয়ন্ত্রণে নেয়ার আগে হাত দিয়ে বল স্পর্শ করেছিলেন তিনি।

৩১ মিনিটে এগিয়ে যায় রোনালদোর দল। অ্যারন র‍্যামসির বাড়ানো বলে ডান পাশ থেকে দূরের পোস্টে করা তার শটে প্রথম গোলের দেখা পায় জুভেন্তাস। ৪৯ মিনিটে জুভেন্তাসের ব্যবধান দ্বিগুণ করা গোলেও অবদান ছিল রোনালদোর। তার বাড়ানো বলেই যে গোলটি করেন ফ্রেদেরিকো চিয়েসা। ৭০ মিনিটে উদিনেসের ম্যাচে ফেরার আশা শেষ করে রোনালদো করেন ব্যক্তিগত দ্বিতীয় গোলটি। চলতি মৌসুমে সিরি’আয় যা তার ১৪তম গোল। ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়াল ৭৫৮-এ। প্রতিযোগিতামূলক ম্যাচে পেলের করা ৭৫৭ গোলকেও তাতে ছাড়িয়ে যান পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো।

৯০ মিনিটে মারভিন জিগেলারের কল্যাণে অবশ্য ব্যবধান কমায় সফরকারী উদিনেসে। তবে যোগ করা সময়ে পাওলো দিবালার গোল তিন গোলের ব্যবধানেই জয় নিশ্চিত করে বিয়েঙ্কোনেরিদের। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৭ জয়, ৬ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে জুভেন্তাস।

দিনের অন্য ম্যাচে বেনেভেন্তোর বিপক্ষে সফরকারী মিলান পেয়েছে ২-০ ব্যবধানের জয়। এতে করে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দলটি আছে সিরি’আর শীর্ষে। এদিকে ক্রোতোনের বিপক্ষে লাউতারো মার্টিনেজের দুরন্ত হ্যাটট্রিকে ইন্টার মিলান পেয়েছে ৬-২ গোলের উড়ন্ত জয়। মিলানের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে ইন্টার আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে। জুভেন্তাসের আগে আছে রোমা ও ন্যাপোলি। দলদুটোর সংগ্রহ যথাক্রমে ৩০ ও ২৮।

এনইউ