এএফসি কাপের দক্ষিণ এশিয়ান জোনের নতুন সূচি ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। আগামী জুনের শেষ সপ্তাহে এএফসি কাপের চূড়ান্ত পর্ব। ম্যাচ সূচি দিলেও ম্যাচের সময়ক্ষণ ও ভেন্যু দেয়নি এএফসি। ২৮ মে’র মধ্যে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে স্বাগতিক হওয়ার জন্য আবেদন করতে বলেছে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস গতবার নির্ধারিত সময়ের পর সিলেটে স্বাগতিক হওয়ার জন্য আবেদন করেছিল। কিংসকে বদলে সেবার মালদ্বীপের মাজিয়াকে স্বাগতিক হিসেবে বেছে নেয় এএফসি। নতুন সূচিতে পুনরায় স্বাগতিক হওয়ার ইচ্ছে কিংসের। ‘আগামীকাল আমাদের ক্লাবের সভা হবে। সেখানে স্বাগতিক হওয়ার বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেব’, বলেন ক্লাবের সভাপতি ইমরুল হাসান। মোহনবাগানের কর্মকর্তা রতন চক্রবর্তী জানান, ‘চলমান লকডাউনের মধ্যে মোহনবাগানের পক্ষে স্বাগতিক কষ্টসাধ্য।’ 

কিংস কিছু দিন আগে নিজেদের চ্যাম্পিয়ন দাবি করে এএফসিকে কড়া চিঠি দিয়েছিল। কিংসের সেই চিঠির প্রসঙ্গে এএফসি’র বর্তমান অবস্থান সম্পর্কে সভাপতি ইমরুল বলেন, ‘আমরা টুর্নামেন্ট খেলতে চাই। এএফসি টুর্নামেন্টের আয়োজনের উদ্যোগ নেয়ায় ধন্যবাদ জানাই। ইতোমধ্যে আমাদের বিশ্বনাথ, বেসেরা ফিট হয়ে যাবে এবং কিংসলের খেলার সম্ভাবনাও থাকবে।’

বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচ ৩০ জুন মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিরুদ্ধে। ৩ জুলাই পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ ভারতের ব্যাঙ্গালুরু অথবা মালদ্বীপের টিসি স্পোর্টস। চূড়ান্ত পর্বের শেষ ম্যাচ ভারতের আরেক ক্লাব অ্যাথলেটিকো কলকাতার সঙ্গে। চূড়ান্ত পর্বের আগে ২৭ মে মালদ্বীপের টিসি ও ভারতের ব্যাঙ্গালুরুর প্লে অফ হবে। 

এজেড/এনইউ