‘ব্ল্যাকমেইল’ বিতর্কের মধ্যেই বেনজেমাকে দলে ডাকছে ফ্রান্স
অবশেষে মিলছে ফ্রান্সের জার্সি গায়ে বেনজেমার দেখা/ফাইল ছবি
কারিম বেনজেমা সবশেষ ফ্রান্স দলের জার্সিটা গায়ে জড়িয়েছেন সেই ২০১৫ সালে। এরপর থেকে বিতর্কিত কাণ্ড করে দলে হয়ে পড়েছিলেন ব্রাত্য, যার জের তিনি টানছেন এখনো। এর মধ্যেই রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারকে দলে টেনেছেন ফ্রান্স। আসছে ‘ইউরো ২০২০’ এর জন্য ঘোষিত ২৬ সদস্যের দলে তাকে জায়গা দিতে যাচ্ছেন কোচ দিদিয়ের দেশম।
২০১২ সালে যখন লরাঁ ব্লঁর ছেড়ে যাওয়া জাতীয় দলের দায়িত্বে আসেন কোচ দিদিয়ের দেশম, বেনজেমা ছিলেন তার দলের মধ্যমণি। কিন্তু বছর তিন না ঘুরতেই সেখান থেকে পতন ঘটে তার। কারণ? সতীর্থ ম্যাথিউ ভ্যালবুয়েনার যৌন দৃশ্য ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করা। যে অভিযোগের কারণে তাকে এক রাত কাটাতে হয় পুলিশি হেফাজতেও কাটাতে হয়েছে তাকে।
বিজ্ঞাপন
ঘটনার শেষ নয় এখানেই। দল থেকে ব্রাত্য হয়ে স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দেশম ফ্রান্সের বর্ণবাদী অংশের চাপে পড়ে এ সিদ্ধান্ত নিয়েছেন।
এরপর দেশমও বলেছিলেন, বেনজেমার মন্তব্য কখনো ভুলবেন না তিনি। যদিও তিনি কখনো এটাও বলেননি, যে দলে আর কখনোই ডাকবেন না বেনজেমাকে।
বিজ্ঞাপন
দেশেও কিছুটা সম্মানহানি ঘটে বেনজেমার। যে অবস্থার পরিবর্তন হয় সম্প্রতি। গত রোববার রিয়াল মাদ্রিদ তারকাকে ফরাসি পেশাদার ফুটবলারদের সংস্থা বিদেশি লিগে খেলা সেরা ফরাসি খেলোয়াড়ের পুরস্কার। এরপরই পেতে যাচ্ছেন ফরাসি জাতীয় দলের ডাক।
ইএসপিএন জানাচ্ছে, ব্রাত্য হয়ে পড়লেও দলে ফেরার আশা কখনোই ছাড়েননি বেনজেমা। তবে দল থেকে ব্রাত্য করে দেওয়ার ক্ষতিপূরণ হিসেবে তাকে প্রথম একাদশে জায়গা করে দেওয়ার কথা ভাবছেন কোচ দেশম, জানাচ্ছে দলের এক নির্ভরযোগ্য সূত্র। তার ফেরার ফলে ফরাসি দলের আক্রমণভাগ দাঁড়াবে কিলিয়ান এমবাপে, অ্যান্টোয়ান গ্রিজমান ও তাকে নিয়ে। এর আগে এমবাপে ও গ্রিজমান দুইজনই ভিন্ন ভিন্ন সাক্ষাৎকারে বেনজেমা মুগ্ধতার কথা জানিয়েছেন। গ্রিজমান অবশ্য খেলেছেনও বেনজেমার সঙ্গে, আর্মেনিয়ার বিপক্ষে ২০১৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত সে ম্যাচে গোল করেছিলেন দুজনেই।
করোনার কারণে পিছিয়ে যাওয়া ইউরো ২০২০ মাঠে গড়াচ্ছে আগামী জুনে। যেখানে ফ্রান্স আছে মৃত্যুকূপ গ্রুপ ‘এইচ’-এ, দলটির প্রতিপক্ষ হিসেবে আছে জার্মানি, পর্তুগাল ও হাঙ্গেরি। ফরাসিদের হয়ে ৮১ ম্যাচে ২৭ গোল করেছেন বেনজেমা।
এনইউ