করোনা রিপোর্ট ছাড়াই দুই দিন অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ দুপুরের দিকে করোনা রিপোর্টের ফল পেয়েছে। সেই রিপোর্টে সকল ফুটবলার ও কোচিং স্টাফের নেগেটিভ আসলেও ফরোয়ার্ড ইব্রাহিমের নেগেটিভ আসেনি। সেই ইব্রাহিম আজও দলের সঙ্গে অনুশীলন করেছেন। এর ফলে জামাল ভূঁইয়াদের অনুশীলনও পড়ে গেছে সংশয়ে। 

ইব্রাহিমের ব্যাপারে সরাসরি পজিটিভ না বললেও ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘তাকে আমরা আইসোলেশনে রেখেছি। তেমন উপসর্গ নেই।  আবার পরীক্ষা করানো হবে।’ 

মোহাম্মদ ইব্রাহিম/ফাইল ছবি

এ বিষয়ে বাফুফে মেডিকেল কমিটির ডেপুটি চেয়ারম্যান আলী ইমরানের ভাষ্য, ‘একটি টেস্টে কিছুটা বিভ্রাট ছিল। সেটা আবার নমুনা নিয়ে পরীক্ষা করলে পরিষ্কার বোঝা যাবে৷’ 

এই পরিস্থিতিতে আগামীকাল অনুশীলন অব্যাহত থাকবে কি না সংশয় রয়েছে। ইব্রাহিম গত দুই দিন অনুশীলন করেছে এবং অনেকে তার সংস্পর্শে এসেছে। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা রাতের মধ্যেই আসবে বলে জানিয়েছে বাফুফে। 

এজেড/এনইউ