এবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানালেন মুশফিক
মুশফিকুর রহিম/ফাইল ছবি
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে এর আগে ইউরোপীয় ফুটবলের শীর্ষ তারকারা সরব ছিলেন। এবার এ তালিকায় হলো বাংলাদেশের ক্রীড়াঙ্গনও। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম এবার গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার শিকার হওয়া ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন।
আজ মঙ্গলবার রাতে ব্যক্তিগত অফিশিয়াল ফেসবুক পাতায় এ বিষয়ে একটি পোস্ট দেন মুশফিক। ফিলিস্তিনের পতাকার ছবি দিয়ে
সঙ্গে তিনি লিখেছেন, ‘আমি, বাংলাদেশ থেকে মুশফিকুর রহিম, ফিলিস্তিনিদের সঙ্গে দাঁড়াচ্ছি।’ ‘শক্ত থেকো, ফিলিস্তিন’- কথাটাও লেখা আছে ছবির এক পাশে। মুশফিকের এই প্রতিক্রিয়ায় ঘণ্টাখানেকের মধ্যেই ভক্তসমর্থকদের একটা বড় অংশ কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিজ্ঞাপন
I, Mushfiqur Rahim from Bangladesh stand with Palestine.
Posted by Mushfiqur Rahim on Tuesday, May 18, 2021
এর আগে বিভিন্ন দেশের ফুটবলাররা ইসরায়েলি হামলার বিরুদ্ধে ভার্চুয়াল প্রতিবাদ জানিয়েছিলেন। লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ, সাদিও মানে, ম্যানচেস্টার সিটির রিয়াদ মাহরেজ, আর্সেনালের মোহামেদ এলনিনিসহ আরও অনেকে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
বিজ্ঞাপন
এরপর বাংলাদেশি বংশোদ্ভুত হামজা চৌধুরী তার লেস্টার সিটি সতীর্থ ওয়েসলি ফোফানাকে সঙ্গে নিয়ে এফএ কাপ জয়ের উদযাপনে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে সংহতি জানিয়েছিলেন ফিলিস্তিনিদের প্রতি। এবার মুশফিকও যোগ দিলেন তাদের দলে।
এনইউ