সংবাদ সম্মেলনে উত্তর বারিধারার কোচ শেখ জাহিদুর রহমান মিলন। ছবি : সংগৃহীত

ঢাকা আবাহনী ও উত্তর বারিধারা ম্যাচের সব নাটকীয়তা জমে ছিল যেন ইনজুরি সময়ের জন্য। আবাহনী গোল দেয় ম্যাচের অন্তিম মুহূর্তে। এরপর বারিধারা প্রতিবাদ জানানো। বারিধারার কর্মকর্তার লাল কার্ড দেখা। সবই হয়েছে ম্যাচের শেষ কয়েক মিনিটে।
 
আবাহনীর দেয়া গোলের সময় মিশরীয় ফরোয়ার্ড মোস্তফা মাহমুদ আবদেল খালেক ব্যথা পেয়ে শুয়ে ছিলেন। ফেয়ার প্লে চেয়েছিল বারিধারা। কোচ সেটি দেননি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উত্তর বারিধারার কোচ শেখ জাহিদুর রহমান মিলন আবাহনীর গোলকে ফেয়ার প্লে পরিপন্থী হিসেবে দাবি করেছেন।

তিনি বলেন,‘ফেয়ার প্লের দৃষ্টিকোণ থেকে আবাহনীর গোলটি হয় না। আমরা আগে থেকেই দাবি জানিয়ে ছিলাম। আবাহনী শক্তিশালী দল, বারিধারা তাদের তুলনায় অনেক কম শক্তির। আবাহনী যোগ্য দল হিসেবেই জিতেছে।’

আবাহনী জিতলেও নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ মিলন,‘আমাদের ফুটবলাররা তাদের সামর্থ্যরে সর্বোচ্চটাই দিয়েছে। যার ফলে ম্যাচটি প্রতিদ্বন্দীতাপূর্ণ হয়েছে।’

এবারই উত্তর বারিধারা প্রথমবারের মতো ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল। আবাহনীর কাছে হারের পর এই পর্বেই থামতে হচ্ছে তাদের। 

এজেড/ এমএইচ