মাইলফলক ছোঁয়ার পর উইলিয়ামসন/ছবি: সংগৃহীত

চলতি গ্রীষ্মে যেন মাঠে নামলেই যেন শতক-দ্বিশতক লুটিয়ে পড়ছে কেন উইলিয়ামসনের পায়ে। হ্যামিল্টনে উইন্ডিজের বিপক্ষে দ্বিশতক, মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১২৯ রানের পর এবার ক্রাইস্টচার্চেও পেলেন দ্বিশতকের দেখা। তাতে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিম-স্টিভেন স্মিথদেরও। তার ২৩৮ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ডও চড়েছে রানের পাহাড়ে।

ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালের সিরিজের দ্বিতীয় টেস্টে উইলিয়ামসন শতকের দেখা পেয়েছিলেন আগের দিনেই। মঙ্গলবার সেটাকে প্রথমে রূপ দিলেন ড্যাডি সেঞ্চুরিতে, এরপর শেষ তিন ম্যাচে দ্বিতীয় দ্বিশতক ছুঁতেও সময় নেননি খুব একটা। সম্ভাবনা ছিল এক ম্যাচ আগেই তার ক্যারিয়ার-সেরা ২৫১ কে ছাড়িয়ে যাওয়ার। কিন্তু ফাহিম আশরাফের বলে শান মাসুদের হাতে ক্যাচ তুলে দিয়ে ২৩৮ রানে থামেন তিনি।

তাতেও অবশ্য কীর্তির কমতি নেই তার খাতায়। ব্ল্যাকক্যাপস ব্যাটসম্যানের এটি ব্যক্তিগত চতুর্থ দ্বিশতক। যাতে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির তালিকায় পেছনে ফেলেছেন ববি সিম্পসনের মতো কিংবদন্তিকে, যার দ্বিশতকের সংখ্যা তিনটি। পেছনে ফেলেছেন সময়ের অন্যতম সেরা মুশফিকুর রহিম কিংবা স্টিভেন স্মিথদের, দুজনের ডাবল সেঞ্চুরিও তিনটি করেই। উঠে এসেছেন তালিকার ১৬তম স্থানে। 

তবে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির রেকর্ড ভাঙতে হলে আরো বহুদূর যেতে হবে কিউই অধিনায়ককে। ১২টি ২০০ নিয়ে তালিকায় সবার উপরে আছেন ডন ব্র্যাডম্যান। সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির নিউজিল্যান্ডের অনেক রেকর্ডে অবশ্য ভাগ বসিয়েছেন উইলিয়ামসন। সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৪টি দ্বিশতক তার। অধিনায়ক হিসেবেও সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি (৩টি) এখন তার। উইলিয়ামসনের সঙ্গী যেখানে ম্যাককালাম ও স্টিভেন ফ্লেমিং।

নিউজিল্যান্ডের হয়ে জুটির রেকর্ডও একটা গড়েছেন তিনি। হেনরি নিকলসের সঙ্গে ৩৬৯ রানের জুটিটি এখন চতুর্থ উইকেটে দলটির সর্বোচ্চ। অনেক কীর্তির এক ইনিংসে ব্যক্তিগত এক মাইলফলক ছুঁয়েছেন উইলিয়ামসন। ৭০০০তম টেস্ট রানটিও এসেছে এই ইনিংসেই। তবে নিউজিল্যান্ড ইতিহাসের শীর্ষ টেস্ট ব্যাটসম্যান হতেও তার অপেক্ষার বাকি নেই খুব একটা। আর ৫৭ রান পেলেই পেছনে ফেলবেন সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিংকে। ২৬৪ রান পেলে রস টেইলরকে টপকে বনে যাবেন নিউজিল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক।

এনইউ/এটি