ইউরো শুরুর আগে আর খুব বেশি সময় নেই। এরই মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। করোনাকালে ২৬ জন করে প্রতি স্কোয়াডে রাখার সুযোগ আছে, আগে যে সংখ্যাটা ছিল ২৩। এর সুযোগটা নিচ্ছে প্রতিটি দলই, ইতালিও এর ব্যতিক্রম নয়।

কোচ রবার্তো মানচিনির অধীনেও ২৬ জনই সুযোগ পেয়েছেন। কে আছেন, কে নেই তার স্কোয়াডে, তা দেখে নেয়া যাক- 

ইতালি স্কোয়াড:
ফরোয়ার্ড: আন্দ্রেয়া বেলোত্তি, ডমেনিকো বেরার্দি, ফেদেরিকো বার্নাদেস্কি, ফেদেরিকো চিয়েসা, কিরো ইম্মোবিলে, লরেঞ্জা ইনসিনিয়ে ও জিয়াকোমো রাম্পাদিরো। 

মিড ফিল্ডার: নিকোলো বারেলা, ব্রায়ান ক্রিস্তান্তে, জর্জিনহো, ম্যানুয়েল লোকোতেল্লি, লরেঞ্জা পেল্লেগ্রিনি, স্তেফানো সেন্সি ও মার্কো ভেরাত্তি। 

ডিফেন্ডার: ফ্রান্সোসকো আচেরবি, আলসান্দ্রো বাস্তোনি, লিওনার্দো বনুচ্চি, জর্জো কিয়েলিনি, জিওভান্নি ডি লারেঞ্জা, এমারসন পালমিয়েরি, আলসান্দ্রো ফে্লারেঞিজ, লিওনার্দো স্পিনাজ্জেলা ও রায়ালের তোলোই। 

গোল রক্ষক: জিয়ানলুইজি ডোনারুমা, আলেক্স মেরেত ও সালভাতোরে সিরিগু।