ইউরোতে নর্থ মেসেডোনিয়ার বিপক্ষে গোল করে উদযাপনে বাড়াবাড়ির জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন অস্ট্রিয়ার মার্কো আরনোভিক। রোববার গ্রুপ সি এর ম্যাচে ৩-১ গোলে জয় পায় অস্ট্রিয়া। এই ম্যাচের ৮৯ মিনিটে অস্ট্রিয়ার হয়ে সর্বশেষ গোলটি করেন আরনোভিক। 

গোল করার পর মেসেডোনিয়া গোলরক্ষক স্টোল ডিমিত্রাভাস্কির দিকে এগিয়ে গিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেন তিনি। উয়েফার আর্টিকেল ১৫ ভঙ্গের দায়ে আরনোভিককে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তাকে। ‘অন্য খেলোয়াড়কে অপমান’ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তি পেয়েছেন তিনি।  

ম্যাচের পর অবশ্য নিজের ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন আরনোভিক। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, ‘ম্যাচের সময় আবেগে আমি কিছু খারাপ শব্দ বলে ফেলেছি। তার জন্য ক্ষমা প্রার্থী, বিশেষত নর্থ মেসেডিনিয়ার বন্ধুদের কাছে।’

তবে বর্ণবাদমূলক কোনো বাক্য বলেননি বলেও দাবি করেন তিনি, ‘আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমি কোনো বর্ণবাদী আচরণ করিনি। আমি বৈচিত্রতা পছন্দ করি। যারা আমাকে চিনে, তারা এটা সম্পর্কে ভালোভাবে জানি।’

এমএইচ/এটি