তিন দিন ঘরে বন্দি থাকতে হবে জামালদের
বিশ্বকাপ বাছাই শেষে বাংলাদেশ ফুটবল দল আজ (বুধবার) রাতে কাতারের দোহা থেকে রওনা হচ্ছে। বাংলাদেশ সময় ভোর তিনটায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর কথা জামাল ভূঁইয়াদের। কাতার থেকে আগতদের সরকারের নিয়ম অনুযায়ী দশ দিনের হোম কোয়ারেন্টাইন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আলোচনা করে বাংলাদেশ দলের জন্য তিন দিনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এই প্রসঙ্গে বলেন, ‘আমরা কয়েকদিন যাবৎ স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে এই নিয়ে আলোচনা ও চিঠি চালাচালি করেছি। শেষ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর তিন দিনের সেলফ কোয়ারেন্টিন দিয়েছে ফুটবলারদের জন্য।’
বিজ্ঞাপন
সেলফ কোয়ারেন্টাইন সম্পর্কে বাফুফে সাধারণ সম্পর্কে বলেন, ‘সামনে আমাদের লিগ। এজন্য ফুটবলারদের ক্লাবে থাকা প্রয়োজন। তাছাড়া আমাদের ফুটবলাররা কাতারে বাবলের মধ্যে এবং করোনা পরীক্ষার মধ্যেই ছিল। সেলফ কোয়ারেন্টিনের ফলে ফুটবলাররা ক্লাবের সাথে আলোচনার ভিত্তিতে তার নিজ বাসা অথবা ক্লাব সুবিধাজনক স্থানে থাকতে পারবেন।’
ফুটবলারদের অনেকে ক্লাবে থাকতে পারেন। বিদেশি কোচিং স্টাফ অবশ্য হোম কোয়ারেন্টেই থাকবেন তিন দিন। বাফুফে ঘোষিত ফিকশ্চার অনুযায়ী ২২ জুন থেকে পুনরায় লিগ শুরু হওয়ার কথা। স্বাস্থ্য অধিদপ্তর তিন দিনের সেলফ কোয়ারেন্টিন দেয়ায় ২২ জুন থেকেই লিগ শুরু হওয়ার সম্ভাবনা বেশি। আগামী সপ্তাহে লিগ কমিটির সভায় অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
এজেড/এমএইচ
বিজ্ঞাপন