ব্রাজিলের অলিম্পিক দলে নেই নেইমার
ব্রাজিলের সর্বশেষ ম্যাচেও আলো কেড়েছেন নেইমার/টুইটার
পাঁচ বছর আগে ব্রাজিলের ইতিহাসে প্রথম অলিম্পিক সোনা জয়ের পেছনে বড় অবদান ছিল নেইমারের। সেই নেইমার এবার বিশ্বকাপ বাছাইপর্ব আর কোপা আমেরিকাতেও আছেন দারুণ ছন্দে। সেই নেইমারকেই কিনা ব্রাজিল রাখেনি তাদের অলিম্পিক দলে!
ব্রাজিলের অলিম্পিক দলের কোচ আন্দ্রে জার্ডিনের দলে আরও এক অলিম্পিকজয়ী ফুটবলারের জায়গা হয়নি। নেইমারের পিএসজি-সতীর্থ ডিফেন্ডার মারকিনিয়োস শেষ কিছু দিনে দারুণ ছন্দে থাকলেও অলিম্পিক দল থেকে ব্রাত্যই রয়ে গেছেন।
বিজ্ঞাপন
তবে জায়গা পেয়েছেন দানি আলভেজ। কোচ জার্ডিন আশা প্রকাশ করেছেন, অলিম্পিকের আগেই সেরে উঠবেন তিনি।
— CBF Futebol (@CBF_Futebol) June 17, 2021
অনূর্ধ্ব ২৩ দলের খেলা হলেও অলিম্পিক দলে তিনজন করে সিনিয়র জায়গা পেতে পারেন দলে। কোচ জার্ডিন এই সিনিয়র কোটায় বাকি যে দুইজনকে দলে রেখেছেন তারা হলেন, ম্যালকম ও পাওলিনিও।
বিজ্ঞাপন
ব্রাজিলের অলিম্পিক দলে আছেন যারা
গোলরক্ষক: সান্তোস, ব্রেন্নো।
ডিফেন্ডার: দানি আলভেজ, গাব্রিয়েল মেনিনো, গিলের্মে আরানা, গাব্রিয়েল গিমারেস, নিনো, ডিয়েগো কার্লোস।
মিডফিল্ডার: ডগলাস লুইজ, ব্রুনো গিমারেস, গারসন, ক্লদিনিও, ম্যাথিউস হেনরিক।
ফরোয়ার্ড: ম্যাথিউস কুনিয়া, ম্যালকম, পেদ্রো, পাওলিনিও।
এনইউ