গত এক যুগে ফুটবল পায়ে কত রেকর্ডই তো নিজের করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গড়েছেন অনেক অনেক কীর্তি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কম যাননি এই পর্তুগিজ তারকা। এবার তো ইনস্টাগ্রামে করে ফেললেন ইতিহাসও। 

প্রথম ব্যক্তি হিসেবে এই মাধ্যমে ৩০০ মিলিয়ন ফলোয়ার এখন রোনালদোর। বলাই বাহুল্য, ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ারও এই ফুটবলারের। দ্বিতীয় স্থানে থাকা অভিনেতা ও জনপ্রিয় রেসলার দ্য রকের ফলোয়ার সংখ্যা রোনালদোর চেয়ে অনেক কম। 

ইনস্টাগ্রামে রকের ফলোয়ার সংখ্যা ২৪৬ মিলিয়ন। তালিকার তৃতীয় স্থানে আছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্দে। সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে তার ফলোয়ার সংখ্যা ২৪৪ মিলিয়ন। 

ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যার দিক থেকে সেরা দশে আছেন কেবল আর একজন ক্রীড়া ব্যক্তিত্ব। তিনিও ফুটবলার, আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। বার্সেলোনা অধিনায়ককে এই মাধ্যমে ফলো করেন ২১৮ মিলিয়ন মানুষ।

এমএইচ