জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে প্রায়ই ছুটি কাটান। আগামীকাল (সোমবার) বাংলাদেশ বিমানযোগে জাতীয় দলের হেড কোচ জেমি ডে ও সহকারি কোচ স্টুয়ার্ট ওয়াটকিস ছুটিতে লন্ডন যাচ্ছেন। 

প্রায় এক মাস ছুটি কাটিয়ে জুলাইয়ের শেষ সপ্তাহে অথবা আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশে ফেরার কথা জেমি ও স্টুয়ার্টের। 

গতকাল জেমি ও স্টুয়ার্ট কাতার সফর নিয়ে বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা করেন। সভাপতির সাথে আলোচনার একদিন পরেই নিজ দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন জেমি।

কাতারে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে দারুণ ড্র করে বাংলাদেশ। এরপর যদিও আর কোনো ম্যাচে জয় পায়নি তারা। তবে ভাগ্যগুণে সুযোগ পেয়ে গেছে এশিয়ান কাপ বাছাইয়ে সরাসরি অংশ নেওয়ার।
 
এজেড/এমএইচ