ছবি-সংগৃহীত

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে কেন্দ্র করে ফুটবল-ভক্তদের মাঝে আগে থেকেই ছিল উন্মাদনা।  তারই ধারাবাহিকতায় ঘণ্টা তিনেক আগে থেকেই গ্যালারিতে দর্শকেরা হাজির হতে থাকেন। কিন্তু খেলা শুরুর পরও কিছু অংশ এখনও ফাঁকা। এদিকে, ভারতীয় দলের উদ্দেশ্যে স্বাগতিক ভক্তরা 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা' স্লোগান দিচ্ছেন।

বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়েছে। এরও এক ঘণ্টা আগে (রাত ৭টা) দর্শকদের প্রবেশাধিকার বন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু এরপরও জাতীয় স্টেডিয়ামে দর্শকদের ঢুকতে দেখা গেছে। যদিও গেইটে কর্মরতরা বলছেন- সীমিত পরিসরে ঢুকছেন কেউ কেউ। আবার অনেকে ঢুকতে না পেরে বিভিন্ন গেইটের সামনে ভীড় করছেন।

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ছাড়াও ক্রীড়াক্ষেত্রে সব সময়ই উত্তেজনার রেশ থাকে। সাম্প্রতিক সময়ের নানা ঘটনা তাতে আরও ঘি ঢেলেছে। দর্শকদের স্লোগানেও তারই রেশ দেখা গেছে। ম্যাচের আগে হামজা-সামিতদের নামে তারা গলা ফাটালেও, বল মাঠে গড়ানোর আগমুহূর্তে ভিন্ন চিত্র। ভারতীয় দলকে লক্ষ্য করে তারা 'আল্লাহু আকবার', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা' স্লোগান তোলেন।

সমর্থকদের এই উত্তেজনা ও উন্মাদনা আরও জোর পায় মোরসালিনের গোলে। ১২তম মিনিটে রাকিবকে বল বাড়িয়ে এগিয়ে যান তরুণ এই ফরোয়ার্ড। বক্সে ফিরতি বল পেয়ে আলতো টোকায় জালে জড়ান মোরসালিন। বাধভাঙা উচ্ছ্বাসে মাতে পুরো স্টেডিয়াম। ভারতীয় গোলরক্ষক দ্বিধা নিয়ে এগিয়ে যান ঠিকই, তবে তা গোল বাঁচাতে যথেষ্ট ছিল না। 

এএইচএস/এইচজেএস