‘বিশ্ববিদ্যালয় মাঠেও লিগ খেলা হয়’
পরিস্থিতিতে পরিবর্তন না এলে এমন দৃশ্যের দেখা মিলতে পারে ঢাকার তিনটি কলেজ-বিশ্ববিদ্যালয়ের মাঠেও/ফাইল ছবি
এক দিন পিছিয়ে ২৬ জুন থেকে পুনরায় শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। ২৯ জুন পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলবে খেলা। এরপর ঢাকার মধ্যেই অন্য কোনো ভেন্যুতে খেলা পরিচালনার পরিকল্পনা বাফুফের পেশাদার লিগ কমিটির। রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজের মাঠ, আর্মি স্টেডিয়াম, ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাঠ এখন আছে সম্ভাব্য তালিকায়। এর মধ্যে সামগ্রিকভাবে রেসিডেনশিয়ালের মাঠে লিগ ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি।
রেসিডেনসিয়ালের মাঠে পাইওনিয়ার, স্কুল ফুটবলের মতো আসর হয়। সেখানে প্রিমিয়ার ফুটবল লিগের মতো পেশাদার লিগের ম্যাচ আয়োজনে পেশাদারিত্বের ছাপ কতটুকু? এই প্রশ্নের উত্তরে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি বলেন, ‘বিশ্বের অনেক দেশে বিশ্ববিদ্যালয়ের মাঠে লিগ হয়। আমাদের এখানে সুযোগ-সুবিধার ঘাটতি বিধায় এই কথা হচ্ছে।’
বিজ্ঞাপন
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই এএফসি কাপের ম্যাচ খেলার কথা বসুন্ধরা কিংসের। যে কারণে আগস্টে ছেড়ে দিতে হবে স্টেডিয়াম। এর ওপর যোগ হয়েছে দেশে চলমান করোনা পরিস্থিতি। এর ফলে অনেকটা বাধ্য হয়েই এই স্কুল,কলেজের মাঠের দ্বারস্থ হচ্ছে বাফুফে।
সালাম মুর্শেদির কথা, ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম আগস্টের প্রথম সপ্তাহে ছেড়ে দিতে হবে। এএফসি কাপের ম্যাচ রয়েছে কিংসের। করোনা পরিস্থিতিতে কয়েক জেলা লকডাউন। সামগ্রিকভাবেই আমাদের এই বিকল্প বেছে নিতে হয়েছে।’
বিজ্ঞাপন
ঢাকার অভ্যন্তরে এসব আপৎকালীন ভেন্যুতে কবে থেকে খেলা শুরু হবে এবং কত দিন চলবে দিন খেলা চলবে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো উত্তর এখনো নেই বাফুফের কাছে, ‘রেসিডেনসিয়াল মডেলে খেলার অনুমতি পাওয়া গেছি। আরো কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। অন্য ভেন্যুগুলোও বিবেচনায় রয়েছে। করোনা পরিস্থিতিতে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে।’
৩০ জুন পর্যন্ত লকডাউন আছে মুন্সিগঞ্জ, গাজীপুরে। করোনা পরিস্থিতির উন্নতি হলে এই জেলাগুলোর লকডাউন উঠে গেলে হয়তো লিগ সেখানেও ফিরতে পারে।
তবে আরও দুটো ভালো বিকল্প ছিল লিগ কমিটির কাছে। ঢাকার কমলাপুর স্টেডিয়ামে আন্তর্জাতিক নারী ম্যাচ হয়। ঢাকার অদূরে বিকেএসপিতেও সুন্দর ফুটবল মাঠ রয়েছে। সেখানে খেলা সম্ভব হচ্ছে না টার্ফের মাঠে ক্লাবগুলোর খেলতে আপত্তির মুখে।‘টার্ফের মাঠে ক্লাবগুলো খেলবে না’-বলেন লিগ কমিটির চেয়ারম্যান।
এজেড/এনইউ