ডাগআউটে দাঁড়িয়ে মেসির সঙ্গে হাত মেলাচ্ছেন বার্সেলোনার কোচ

এ মৌসুমেও সেই পুরনো বিধ্বংসী রূপে নেই কাতালান জায়ান্ট বার্সেলোনা। লা-লিগায় এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেললেও ৩১ পয়েন্ট নিয়ে মেসিদের অবস্থান পয়েন্ট টেবিলের তিন নম্বরে। দুই ম্যাচ কম খেলে সাত পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। আর ১৭ ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বার্সার চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

যদিও নতুন বছরে ভালোই ছন্দে রয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। টানা দুই ম্যাচেই জয় পেয়েছে বার্সা। এর মধ্যে বছরের প্রথম ম্যাচে হুয়েস্কার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে এবং দ্বিতীয় ম্যাচে অ্যাতলেতিকো বিলবার বিপক্ষে ৩-২ গোলের জয় তুলে নিয়েছে মেসিবাহিনী। তবে অ্যাতলেতিকোর বিপক্ষে বার্সার জয়টি ছিল দাপটের। চমৎকার খেলেছিলেন বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসিসহ অন্যান্যরা।

সর্বশেষ টানা দুই ম্যাচ জিতলেও দলে আরও প্লেয়ার ভেড়াতে চান বার্সা বস রোনাল্ড কোম্যান। বেশকিছু জায়গায় প্রতিযোগিতা ও কার্যকরী করতে দল ভারি করতে চান তিনি।

শনিবার (৯ জানুয়ারি) গ্রানাডার বিপক্ষে কোপা দেল রের ম্যাচ সামনে রেখে শুক্রবার (৮ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মেসি-গ্রিজম্যানদের কোচ।

সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, আমরা দলকে আরও শক্তিশালী করতে চাই। কয়েকটি জায়গায় আরও উন্নতি করতে হবে। অল্প সময়ের মধ্যে আরও প্লেয়ার দলে ভেড়ানো গুরুত্বপূর্ণ।

তবে ক্লাবের আর্থিক অবস্থার কথা তুলে ধরে রোনাল্ড কোম্যান বলেন, আমি ক্লাবের পরিস্থিতিটাও অনুধাবন করি। তবে সম্ভব হলে আমাদের আরও প্লেয়ার কেনা উচিৎ।

লিওনেল মেসি সম্পর্কে বার্সেলোনার কোচ বলেন, মেসি জন্মগত বিজয়ী। সে এমন একজন খেলোয়াড় যে অনুশীলন এবং খেলতে পছন্দ করে। সে আমার মতোই, হেরে গেলে হতাশ হয়ে যায়। ক্রিসমাস ছুটির পর ফিরেই সে দলের হয়ে সর্বোচ্চটা দিচ্ছে।

এই মৌসুমে মেসির কম গোল বিষয়ে তিনি বলেন, একজন খেলোয়াড়ের প্রতি ম্যাচে তিন করা সম্ভব না।

উল্লেখ্য, খেলোয়াড়দের ফর্মহীনতা, বোর্ড সভাপতিকে নিয়ে দলীয় অন্তর্কোন্দল, অর্থনৈতিক ঝামেলাসহ দুই কোচের বরখাস্ত মিলিয়ে শূন্য হাতেই গত মৌসুম শেষ করতে হয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের। এ মৌসুমে নতুন কোচ রোনাল্ড কোম্যান দায়িত্বে এলেও বড় সফলতার জন্য তাকে হাঁটতে হবে আরও বহুদূর।

দলবদলের বাজারে বার্সার টার্গেট কারা?

৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে লা-লিগার শীতকালীন দলবদলের বাজার। এই মৌসুমে বার্সেলোনার ম্যাচগুলো অনুযায়ী বেশ কয়েকটি জায়গায় দুর্বলতা দৃষ্টিগোচর হয়েছে। এর মধ্যে রক্ষণভাগ অন্যতম। মৌসুমের শুরুতে অভিজ্ঞ জেরার্ড পিকের ইনজুরিতে জোড়াতালি দিয়ে রক্ষণ সাজাতে হচ্ছে কোম্যানকে। ফলে এবারের লিগে এখন পর্যন্ত ১৭ গোল হজম করতে হয়েছে বার্সেলোনাকে।

তরুণ পেদ্রি এ মৌসুমে চমৎকার খেললেও অফফর্ম যাচ্ছে আরেক ক্রিয়েটিভ মিডফিল্ডার ব্রাজিলিয়ান ফিলিপে কুতিনহোর। এ জায়গাতেও বিকল্প চিন্তা করতে হবে। এদিকে লুইস সুয়ারেজের বিদায়ের পর আরেকজন বিধ্বংসী নাম্বার নাইন দলে ভেড়াতে পারেনি কাতালান জায়ান্টরা। ডেনিস ইন্ট্যারন্যাশনাল মার্টিন ব্রেথওয়েট থাকলেও সুয়ারেজের অভাব পূরণ করতে পারেনি।

তাই দলবদলের বাজারে বার্সার প্রথম নজর থাকবে ডিফেন্ডার দিকে। এরপর একজন স্ট্রাইকারও দলে ভেড়াতে চাইবে ক্লাবটি। আর একজন মিডফিল্ডার দলে বেড়ানো হবে বোনাস। যদিও লিভারপুলের হয়ে খেলা নেদারল্যান্ডের মিডফিল্ডার জর্জিনিও ভাইনালডম বার্সায় আসবেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। এছাড়া ফরাসি ক্লাব লিঁওনের হয়ে খেলা নেদারল্যান্ডের স্ট্রাইকার মেম্পিস ডিপাইও বার্সায় আসার ভালো সম্ভাবনা রয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, এ মৌসুম শেষেই বার্সার সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন করে চুক্তি না করলে দলের সেরা ফুটবলারকে হারাতে হতে পারে তাদের। এছাড়া মিডফিল্ডার কার্লেস অ্যালেনাকে ইতোমধ্যে মৌসুমের বাকি সময়ের জন্য লোনে দেওয়া হয়েছে গেতাফের কাছে।

এফআর