ভিলাকে উড়িয়ে বছর শেষ করল আর্সেনাল, আরও মজবুত শীর্ষস্থান
আক্রমণে আধিপত্য দেখিয়ে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। যদিও প্রতিপক্ষের মাঠে গিয়ে সমান লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম চমক ভিলা। ব্যবধান গড়ে দিয়েছে গোল। ৪-১ ব্যবধানে ভিলাকে হারিয়ে বছর শেষ করল মিকেল আর্তেতার দল। একইসঙ্গে শীর্ষে থাকা গানাররা পয়েন্ট টেবিলেও ব্যবধানটা বাড়িয়ে নিয়েছে।
গতকাল (মঙ্গলবার) রাতে এমিরেটস স্টেডিয়ামে শীর্ষ এক ও তিন নম্বর দলটি মুখোমুখি হয়। দুই দলের এই দ্বৈরথে প্রথমার্ধ ছিল গোলশূন্য, অর্থাৎ ৫টি গোলই হয়েছে বিরতির পর। আর্সেনালের হয়ে একটি করে গোল করেছেন গ্যাব্রিয়েল মাগালায়েস, মার্টিন জুবিমেন্দি, লিয়েন্দ্রো ট্রোসার্ড ও গ্যাব্রিয়েল জেসুস। বিপরীতে যোগ করা সময়ে এক গোল ব্যবধান কমান ভিলার ওলি ওয়াটকিন্স।
বিজ্ঞাপন
৪৮ শতাংশ পজেশনের পাশাপাশি গোলের জন্য ১৯টি শট নেয় স্বাগতিক আর্সেনাল, এর মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। বিপরীতে বল পজেশনে কিছুটা এগিয়ে থাকা ভিলা ৯ শটের মধ্যে ২টি লক্ষ্যে রাখতে পারে। এদিন প্রতিপক্ষের মাঠে নামার আগে সবমিলিয়ে ১১ ম্যাচ জয়ের সুখস্মৃতি ছিল ভিলার, তাদের সেই ছন্দে দেখা যায়নি ম্যাচটিতে। যদিও ম্যাচের প্রথম ভালো সুযোগটি অ্যাস্টন ভিলাই পেয়েছিল, তবে ওয়াটকিন্স লক্ষ্যে শট রাখতে পারেননি। বিপরীতে আক্রমণে নেতৃত্ব দিলেও প্রথমার্ধে তেমন কঠিন পরীক্ষা নিতে পারেনি আর্সেনালও।
বিজ্ঞাপন
বিরতির পর ভিলাকে চেপে ধরে গোল আদায় করে নেয় স্বাগতিকরা। ৪৮ মিনিটে ডেডলক ভাঙেন তাদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাগালায়েস। সেখানে অবশ্য ভুল ছিল ভিলার আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজের। কর্নার থেকে উড়ে আসা বল নাগালে থাকলেও নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। মার্টিনেজের হাতে লাগার পর মাগালায়েসের গায়ে লেগে সেটি জালে জড়ায়। মিনিট চারেক লিড দ্বিগুণ করেন জুবিমেন্দি। মার্টিন ওডেগার্ডের থ্রু পাস ধরে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে তিনি গোলটি করেন।
৬৫ মিনিটে ওডেগার্ডের শট ঠেকান মার্টিনেজ। তবে বেশিক্ষণ আর সেই দৃঢ়তা দেখাতে পারেননি, মিনিট চারেক পর স্কোরলাইন ৩-০ করে আর্সেনাল। ট্রোসার্ডের নেওয়া ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শট পোস্ট ঘেঁষে ভিলার জালে জড়ায়। ভিক্টর ইয়োকেরেসের বদলি নেমে এক মিনিটের মাথায় স্কোরশিটে নাম তোলেন গ্যাব্রিয়েল জেসুসও। ট্রোসার্ডের পাস পেয়ে ডি-বক্সের ভেতর নিখুঁত শটে এই ব্রাজিলিয়ান গোল করেন।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ভিলার ব্যবধান কমান ওয়াটকিন্স। যদিও এই ইংলিশ ফরোয়ার্ড নিজের জন্মদিনটা পুরোপুরি রাঙাতে পারেননি দল হেরে যাওয়ায়। ৪-১ ব্যবধানে হার নিয়ে প্রতিপক্ষ ভিলা মাঠ ছাড়ে। আগে থেকেই প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল আর্সেনাল। সর্বশেষ জয়ে ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৫। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দ্বিতীয় এবং ভিলা ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয়।
এএইচএস