বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে আবারও আলোচনায় রেফারিং। গোলের দেখা পেতে মেজাজ হারিয়েছেন দুই দলের ফুটবলাররাই। যার প্রেক্ষিতে মোহামেডানের গোলরক্ষক হোসেন সুজন ও বসুন্ধরার ডিফেন্ডার ইয়াসিন খান দেখেন লাল কার্ড। হলুদ কার্ড দেখেছেন একাধিক ফুটবলার। 

এমন এক ম্যাচে ইনজুরি সময়ের গোলে বসুন্ধরা কিংস ১-০ ব্যবধানে মোহামেডানকে হারিয়েছে। বসুন্ধরার গোলটি মানতে পারেননি মোহামেডানের ফুটবলাররা। রেফারি গোলের বাঁশি বাজানোর পরেও কয়েক মিনিট সহকারি রেফারিকে জেরা করেছেন। ম্যাচ শেষ হওয়ার পরও দুই দলের ফুটবলাররা বিবাদে জড়িয়েছেন।
 
বেসেরার একমাত্র গোলে বসুন্ধরা কিংস ১-০ ব্যবধানে হারিয়ে ১৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল বসুন্ধরা কিংস। অন্যদিকে সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানেই থাকল মোহামেডান।

বৃষ্টির কারণে স্যাঁতস্যাঁতে মাঠে রুপ নেয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। তাই স্বাভাবিক খেলাটা উপহার দিতে পারছিলেন না দুই দলের ফুটবলাররা। বিশেষ করে কিংসের গতিময় বিদেশি ফুটবলার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দ্য সিলভা, এলিটা কিংসলে ও আর্জেন্টাইন রাউল অস্কার বেসেরা। ফলে প্রথমার্ধের অধিকাংশ সময়েই বল ছিল বসুন্ধরার অর্ধে। আক্রমণ করেছে মোহামেডানও। গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন সাদা-কালো দলের ফরোয়ার্ডরাও।
 
তবে অঘটন ঘটে ম্যাচের ২০ মিনিটে। দশজনের দলে পরিণত হয় মোহামেডান। বিপলু আহমেদ যখন মোহামেডানের আক্রমণভাগে ঢুকে যাচ্ছিলেন তখন বক্স থেকে বাইরে এসে সেই বল ক্লিয়ার করার চেষ্টা করেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন। সুজন বল ক্লিয়ার করতে পা উঠান। 

প্রতিপক্ষের ফরোয়ার্ডকে ফাউল করায় রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। পরে মিডফিল্ডার অনিক হোসেন বেরিয়ে গিয়ে জায়গা দেন আরেক গোলকিপার আহসান হাবিব বিপুকে। মোহামেডান ৫৬ মিনিট ১০ জন নিয়ে দুর্দান্তই খেলেছে শক্তিশালী কিংসের বিরুদ্ধে। নিজেদের দুর্গ অক্ষত রেখে কিংসের দুর্গেও আঘাত হানার চেষ্টা করেছে।

৭৬ মিনিটে দশজনের দলে পরিণত হয় বসুন্ধরা কিংসও। মোহামেডানের গোলরক্ষক বিপুকে ফাউল করার অপরাধে দ্বিতীয় হলুদ কার্ডের সুবাদে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ইয়াসিন খান। এ সময় বসুন্ধরা কিংসের অধিনায়ক ও জাতীয় দলে অধিনায়কত্ব করা তপু বর্মণ উত্তেজিত হয়ে রেফারিকে অনেকক্ষন জেরা করেন। 

ম্যাচের তখন যোগ করা সময় চলছিল। নাটকীয়তার সবটুকুই যে বিধাতা ওই সময়ে রেখেছিলেন তা হয়তো বুঝতে পারেনি সাদা কালো শিবিরও। যোগ করা সময়ে বদলী ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজের কাছ থেকে বল পেয়ে বক্সের মধ্যে বল ফেলেন রবসন। বাঁ পায়ের শটে গোলকিপার বিপুকে পরাস্ত করেন বেসেরা। উল্লাসে মেতে উঠে বসুন্ধরা কিংস শিবির। এই গোল মানতেই পারেনি মোহামেডান। দলটির খেলোয়াড়রা অফসাইডের দাবি করলেও সেটি অনসাইড দেখা গেছে ভিডিও ফুটেজে।

এজেড/এমএইচ