মেসি ইস্যুতে লাপোর্তা বললেন, ‘রিল্যাক্স’
বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ হয়ে যাচ্ছে আজই (বুধবার)। অথচ হয়নি নতুন চুক্তি! তাহলে কি কাতালানদের সঙ্গে আর্জেন্টাইন তারকার দীর্ঘদিনের সম্পর্কের এখানেই ইতি? এমন প্রশ্নের উত্তর জানতে পুরো বিশ্ব অপেক্ষা করছে অধীর আগ্রহে।
সেই খবরটা আসবে বার্সেলোনার কার্যালয় থেকেই। আর ভালো কোনো খবর দেওয়ার ক্ষেত্রে মেসির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হচ্ছেন হোয়ান লাপোর্তা। বার্সেলোনা ক্লাবের সভাপতি। সেই তিনি এসেছিলেন বুধবার নিজের অফিসে। স্বভাবতই এর সামনে ছিল সংবাদ মাধ্যমের ভিড়।
বিজ্ঞাপন
অপেক্ষা ছিল মেসির চুক্তির বিষয়ে কিছু হয়তো বলবেন লাপোর্তা। কিন্তু তিনি কী করলেন? কেবল একটি শব্দই, ইংরেজিতে ‘রিল্যাক্স’। বাংলা করলে যার অর্থ দাঁড়ায়, শান্ত থাকুন। তবে মেসি বার্সা ছাড়ছেন এমন সম্ভাবনা আপাতত খুব একটা নেই।
স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, মেসির সঙ্গে এখনো ভালোভাবেই আলোচনা চলছে বার্সেলোনার। বেশ কিছু বিষয়ে সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সবকিছু চূড়ান্ত হলেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। আপাতত আর্জেন্টিনার জার্সি গায়ে কোপা আমেরিকার মিশনেই ব্যস্ত থাকতে চাইছেন মেসি।
বিজ্ঞাপন
এমএইচ