মাঠে দর্শক ফেরানোর ব্যাপারে আলোচনা চলছে বিসিবির
ফাইল ছবি
করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বের মতো বাংলাদেশেও দীর্ঘদিন বন্ধ ছিল মাঠের ক্রিকেট। এরপর প্রথমে প্রেসিডেন্টস কাপ ও পরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে দেশের মাটিতে ক্রিকেট ফেরে। ঘরোয়া দুই টুর্নামেন্টের পর এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।
আগামী ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে বাংলাদেশে। তবে এখনো পর্যন্ত দর্শকহীন মাঠেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হবে টাইগারদের এমন পরিকল্পনাই রয়েছে। এই ব্যাপারে আলোচনা চলছে বলে শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান আকরাম খান।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘এখনো পর্যন্ত আমরা দর্শকবিহীন পরিকল্পনায় আছি। কিন্তু দেখি ওটা নিয়ে আলাপ আলোচনা চলছে, এখনো সময় আছে। তো আমরা আলাপ আলোচনা করবো। কিন্তু এখনো পর্যন্ত দর্শক ছাড়াই।’
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে মাঠে দর্শক ফিরলেও বাংলাদেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ। তবে জৈব সুরক্ষা বলয়ের ব্যবস্থা নিয়ে চিন্তিত নন আকরাম। আগের দুই ঘরোয়া টুর্নামেন্টের অভিজ্ঞতা ক্যারিবীয়ানদের বিপক্ষে সিরিজে কাজে লাগানো হবে বলে জানান ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘জৈব-সুরক্ষা বলয় নিয়ে আমরা একটু চিন্তিত ছিলাম। আল্লাহর রহমতে আমরা দুইটা ঘরোয়া টুর্নামেন্ট করেছি। দুটোই আমরা সফলভাবে করতে পেরেছি। তারপরও এ দিকটা আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি। আশা করছি আমরা আগের দুটো টুর্নামেন্টের মত এটাও সফলভাবে করতে পারবো। কারণ এ ব্যাপারটা আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি।’
ক্রিকেটারদের কোভিড টেস্ট নিয়ে আকরাম বলেন, ‘কোভিড টেস্ট দুই একদিন ধরেই চলছে, আগামীকালও হবে। সেখানে যারা নেগেটিভ আসবে তারাতো ভালো, যারা পজিটিভ হবে তাদের জন্য যা ব্যবস্থা করার তা করবে। আল্লাহর রহমতে সবাই ভালো আছে।’
এমএইচ