ভারতে প্রথম ম্যাচেই জয় পেলেন জামাল
কলকাতা মোহামেডানের হয়ে অনুশীলনে জামাল। ছবি : সংগৃহীত
মামুনুল ইসলাম সর্বশেষ বাংলাদেশের কোনো ফুটবলার হিসেবে খেলেছিলেন ভিনদেশি লিগে। এরপর দীর্ঘদিনের বিরতি। এবার বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ভারতের আই লিগে খেলতে গেছেন কলকাতা মোহামেডানের হয়ে।
ভারতের এই টুর্নামেন্টে খেলতে নেমে প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছেন জামাল ভূঁইয়া। শনিবার কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা মোহামেডান লিগের উদ্বোধনী ম্যাচ খেলেছে দিল্লির দল সুদেভা মুনলাইটের বিপক্ষে।
বিজ্ঞাপন
ঘরের মাঠে মোহামেডান জয় পেয়েছে ১-০ গোলে। প্রথমার্ধে গোলশূন্য ছিল খেলার ফলাফল। ম্যাচের ৫৮ মিনিটে মোহামেডানের ফয়সাল আলি দলের হয়ে একমাত্র গোলটি করেন।
সুরাজ রাওয়াতের বাড়ানো বল ধরে ফয়সাল ডান দিক দিয়ে ঢুকে কোনাকুনি শটে গোল করেন তিনি। এই গোলে জয় নিশ্চিত হয় মোহামেডানের। জামাল ভূঁইয়া এই ম্যাচের শুরুর একাদশে ছিলেন। ম্যাচের ৮৭ মিনিটে বদলি হন তিনি। তার আগে বেশ কয়েকটি নিখুঁত পাস দেন বাংলাদেশ অধিনায়ক।
বিজ্ঞাপন
ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) কোয়ালিফাই করার লক্ষ্যে নিয়ে এবার দল সাজিয়েছে কলকাতা মোহামেডান। তাদের পরের ম্যাচ ১৪ জানুয়ারি চার্লিস ব্রাদার্সের বিরুদ্ধে। ম্যাচটি হবে পশ্চিমবঙ্গের কল্যানী স্টেডিয়ামে।
এমএইচ