পিএসএলে মুস্তাফিজ। ফাইল ছবি

পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) নিয়মিত দেখা যায় বাংলাদেশি ক্রিকেটারদের। এই টুর্নামেন্টের সর্বশেষ আসরেও লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। 

আগামী ২০ ফেব্রুয়ারি করাচিতে পর্দা উঠবে পিএসএলের এবারের আসরের। ছয় দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ মার্চ। এই আসরকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফটে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে পিসিবি। 

যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশে এক ঝাঁক ক্রিকেটার। সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। ডায়মন্ড ক্যাটাগরিতে রাখা হয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। 

গোল্ড ক্যাটাগরিতে আছেন আবুল হাসান রাজু, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, অলক কাপালী, জুবায়ের হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন এবং তাসকিন আহমেদ।

এছাড়া সিলভার ক্যাটাগরিতে আছেন আবু সায়েম চৌধুরি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান রানা, মেহেদী হাসান, মনির হোসেন এবং নাসুম আহমেদ।

পিএসএলের ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা-

প্লাটিনাম ক্যাটাগরি- মুস্তাফিজুর রহমান।

ডায়মন্ড ক্যাটাগরি- মাহমুদউল্লাহ রিয়াদ।

গোল্ড ক্যাটাগরি- আবুল হাসান রাজু, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, তাসকিন আহমেদ।

সিলভার ক্যাটাগরি- আবু সায়েম চৌধুরি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান রানা, মেহেদী হাসান, মনির হোসেন, নাসুম আহমেদ।

এমএইচ