রক্ষণভাগ আর্জেন্টিনার জন্য সবসময়ই সমস্যার অন্য নাম। সাম্প্রতিক সময়েও জায়গাটা নিয়ে বেশ ভুগতে হয়েছে তাদের। এই জায়গায় দলটির ভরসা হয়ে উঠেছিলেন ক্রিশ্চিয়ান রোমেরো। কোপা আমেরিকার ঠিক আগে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় এই ফুটবলারের। 

টুর্নামেন্টে দুই ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েন তিনি। পরে বলিভিয়ার বিপক্ষে শেষ ম্যাচের একাদশে রাখা হয়নি রোমেরোকে। হাঁটুর ইনজুরিতে ভোগা এই ফুটবলারের কোয়ার্টারে খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে আগেভাগে তাকে খেলতে নিষেধ করে দিয়েছে রোমেরোর ক্লাব আতালান্তা।

এমন খবরই জানিয়েছে আর্জেন্টিনার বিশ্বস্ত সংবাদ মাধ্যম মুন্দো আলবিসেলেস্তে। তারা জানিয়েছে, খেলার জন্য এখনো পুরো ফিট নন তিনি। তাই তার সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ সময় রোববার সকালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে খেলতে নিষেধ করেছে আতালান্তা।

যদিও ক্রিশ্চিয়ানো রোমেরো নিজে কোয়ার্টার ফাইনালে খেলতে চাইছেন বলেও জানিয়েছে তারা। শেষ পর্যন্ত যদি তিনি খেলতে না পারেন, তাহলে একাদশে দেখা যাবে পেজ্জেলাকে। এর আগে ২০১৪ বিশ্বকাপের সময় আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়াকে ম্যাচে না খেলতে রীতিমতো চিঠি পাঠিয়েছিল তার তখনকার ক্লাব রিয়াল মাদ্রিদ।

এমএইচ