ব্রাজিলকে হারানোর বড় একটা সুযোগ পেয়েও ঠিক কাজে লাগাতে পারল না চিলি। দশজনের দলের বিপক্ষে ম্যাচের প্রায় অর্ধেক সময় খেলেও নিশানা খুঁজে নিতে পারেনি তারা। ০-১ গোলে ম্যাচ হেরে কোপা আমেরিকা থেকে বিদায়ের পর দলের ফুটবলার আর্তুরো ভিদাল চটলেন রেফারির ওপর। চিলির এই তারকা মিডফিল্ডার জানাচ্ছিলেন, আর্জেন্টাইন রেফারি পাত্রিসিও লোসতাও খেলতে দেননি তাদের। 

বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হওয়া ম্যাচে স্বাগতিক ব্রাজিল দশজনের দল হয়ে যায় ৪৯ মিনিটে। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গাব্রিয়েল জেসুস। এরপর একজন বেশি নিয়ে খেললেও গোলের দেখা পায়নি চিলি। অবশ্য একবার ব্রাজিলের জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

ম্যাচ শেষে ভিদাল কাঠগড়ায় দাঁড় করালেন ম্যাচের আর্জেন্টাইন রেফারিকে। রীতিমতো ধুয়ে দিলেন তিনি, ‘সত্যি বলতে আমরা হতাশ, যারপরনাই হতাশ!  আমাদের আরও অনেক বেশি প্রাপ্য ছিল। এরকম একটি ম্যাচে এমন রেফারি প্রয়োজন যে ব্যক্তিত্বসম্পন্ন ও দায়িত্বশীল। এমন ম্যাচে দরকার হয় সৎ রেফারির আর যিনি পক্ষপাতহীন ও যে কি না ম্যাচের ভাঁড় হতে চায় না।’

ব্রাজিলের কাছে হেরে ভিদালের দাবি তারা প্রাপ্যটা পায়নি। ম্যাচ শেষে বলছিলেন, ‘দেখুন, শুধু গোলটাই পাইনি আমরা। রেফারি যদি এমন হয় যে খেলতে দেবে না, বারবারই খেলা থামিয়ে দেবে আর তিনি যদি এমনটা ভেবে নেন যে তিনিই মাঠের তারকা-তাহলে খেলাটা খুব কঠিন হয়ে যায়।’ 

ম্যাচে অবশ্য উত্তেজনা ছিল পুরোটা সময়। দুই দল মিলিয়ে মোট ২৫টি ফাউল হয়েছে। ১৩ বার ফাউল করেছেন ব্রাজিলের ফুটবলাররা। কম যায়নি চিলিও (১২)।

এটি