অমিতের মরদেহ আসছে রোববার
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অফ মিডিয়া ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কোষাধ্যক্ষ আহসান আহমেদ অমিতের মরদেহ আগামীকাল (রোববার) দেশে আসার কথা। ভোরে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছাবে মরদেহ। এরপর সড়কপথে বেনাপোল স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশ আসবে। করোনা সময় এখন সপ্তাহে তিন দিন সীমান্ত খোলা থাকে৷
অমিতের বাবা ও চিকিৎসা সহযোগীর করোনা নেগেটিভ রিপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের যৌথ উদ্যোগে সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
আজ ভোররাতে অ্যাম্বুলেন্সে বেনাপোল সীমান্তে টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর সুমন ও বাফুফের হাসান মাহমুদ মরদেহ আনতে রওনা হবেন।
বেনাপোলে সড়কপথে হয়ে ঢাকায় বিকেল নাগাদ আসার কথা। এরপর আগামীকালই জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
বিজ্ঞাপন
এজেড/এমএইচ