মেসি বাড়তি শ্রম ও চাপ নিতে পারেন : টিটু
আর্জেন্টিনা কোপা আমেরিকায় সেমিফাইনালে উঠেছে। আর্জেন্টাইন ফুটবল তারকা মেসি নিজে গোল করেছেন আবার করিয়েছেনও। সার বিশ্ব জুড়ে চলছে মেসি ম্যাজিকের গল্প। সাবেক জাতীয় ফুটবলার ও দেশের অন্যতম ফুটবল কোচ সাইফুল বারী টিটুও মুগ্ধ মেসির পারফরম্যান্সে, ‘মেসি অবশ্যই সেরা ফুটবলার সেটা বলার অবকাশ রাখে না। আজ সে অসাধারণ পারফরম্যান্স করেছে। যা মেসির মানের ফুটবলারদের মাধ্যমেই সম্ভব।’
শেখ রাসেলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা টিটু আর্জেন্টিনার প্রথম গোলটির পেছনে মেসির অসাধারণ বুদ্ধিদীপ্ততার ছাপ দেখছেন, ‘মেসি যখন বলটি পেল অন্য কোনো খেলোয়াড় হলে সেটি সময় ক্ষেপণ বা নিজে চেষ্টা করতেন। মেসি তা না করে তাত্ক্ষণিকভাবে বল সতীর্থের উদ্দেশে বাড়িয়েছেন।’
মেসির ওই পাসকে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন টিটু, ‘মেসির পাস থেকে গোলটি এসেছে। ওই গোলের পরই ম্যাচের সুনিয়ন্ত্রণ আর্জেন্টিনা পায়।’
বিজ্ঞাপন
ফ্রি কিকের দুর্দান্ত গোলটি ব্যাখ্যা করলেন এভাবে, ‘ওই পজিশন থেকে বল বারে রাখা অনেকটা কষ্টসাধ্য৷ বলের উপর সুইং না থাকলে বারে রাখা ও গোলরক্ষককে পরাস্ত করা সম্ভব নয়। মেসি তার অসাধারণ দক্ষতায় দারুণভাবে করেছে।’
মেসিকে চলমান কোপায় কিছুটা বাড়তি পরিশ্রম করতে দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে বাংলাদেশের অন্যতম সেরা ফুটবল বিশ্লেষক বলেন, ‘কিছুটা বাড়তি শ্রম ও চাপ মেসি নিতে পারেন। এটা তার জন্য সহজাত বিষয়।’
বিজ্ঞাপন
মেসি ম্যাজিকে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠল। সেমিফাইনালে মেসি কেমন চমক দেখান সেটাই দেখার বিষয়। শেষপর্যন্ত মেসির হাতে কাপ উঠবে তো? -এর উত্তর সময় বলে দেবে।
এজেড/এটি/টিআইএস