অমিতের মরদেহ বাংলাদেশে, জানাজা সোমবার
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অফ মিডিয়া ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কোষাধ্যক্ষ আহসান আহমেদ অমিতের মরদেহ ঢাকার পথে। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর ও বাফুফের গ্রাসরুট ম্যানেজার হাসান মাহমুদ বেনাপোল থেকে অমিতের মরদেহ ঢাকা নিয়ে আসছেন।
সড়কপথে রাতে ঢাকা পৌঁছে আগামীকাল সোমবার সকালে দুটি জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা সকালে অমিতের নিজ এলাকা গোপীবাগে অনুষ্ঠিত হবে। পরবর্তী জানাজা সকাল এগারোটায়, ক্রীড়াঙ্গনের মানুষদের জন্য সকাল ১১ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এরপর চিরশায়িত হবেন অমিত।
বিজ্ঞাপন
আজ রোববার ভোরে দিল্লি থেকে কলকাতায় বিমানবন্দরে পৌঁছায় অমিতের মরদেহ। এরপর সড়কপথে সেখান থেকে বেনাপোল সীমান্তে আসে। বেনাপোল সীমান্তে শনিবার রাত থেকে অমিতের মরদেহ গ্রহণের জন্য অপেক্ষায় ছিলেন হাসান মুনীর ও হাসান মাহমুদ। সীমান্তে নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিকেল ৩টার দিকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন তারা।
অমিতের বাবা বিশেষ ব্যবস্থায় কোয়ারেন্টাইন মওকুফ পেয়েছেন। অমিতের চিকিৎসা সহযোগী হিসেবে যাওয়া অন্য ব্যক্তিকে (নজরুল) অবশ্য সরকারের নিয়ম মেনে কোয়ারেন্টাইন করতে হচ্ছে।
বিজ্ঞাপন
কিডনি জটিলতায় অমিত তিনমাসের বেশি সময় ভারতে চিকিৎসাধীন ছিলেন। অমিতের কিডনি প্রতিস্থাপন হয়ে খানিকটা সুস্থতার দিকে থাকলেও তার ভাইয়ের মুমূর্ষু অবস্থা শুনে তিনি স্ট্রোক করেন কয়েকবার। এরপরই তিনি মৃত্যুবরণ করেন।
এজেড/এটি/টিআইএস