একটি ট্রফির জন্য অপেক্ষা দীর্ঘদিনের। এবারের কোপা আমেরিকায় লিওনেল মেসি ও তার দল সে দিকেই ছুটছে। গ্রুপ পর্বের চার ম্যাচে ৩ জয় ও ১ ড্র। শেষ আটে ইকুয়েডরকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এ ম্যাচে তিন গোলের একটি নিজে করেছেন মেসি, বাকি দুটিতেও অবদান তার। ম্যাচ শেষে মেসি বন্দনায় পঞ্চমুখ দলটির কোচ লিওনেল স্কালোনি। জানিয়েছেন, মেসিই সর্বকালের সেরা ফুটবলার।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে মেসিকে প্রশংসায় ভাসান স্কালোনি, ‘মেসি সর্বকালের সেরা খেলোয়াড়। ফুটবলপ্রেমী হিসেবে আমাদের জন্য সবচেয়ে ভালো যেটি হতে পারে, তা হলো সে যতদিন সম্ভব খেলা চালিয়ে যাক এবং আমরা তা উপভোগ করি।’

ইকুয়েডরের বিপক্ষে জিতে শেষ চারে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে এতে একেবারেই তৃপ্ত নন স্কালোনি। এবার লক্ষ্য কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালের চ্যালেঞ্জ পেরিয়ে ফাইনালে জায়গা করে নেওয়া। এজন্য নিজের দলের ফুটবলারদের উপর পূর্ণ আস্থা আছে তার।

স্কালোনি জানান, ‘যারা বিশ্বাস করে, সবসময় সহজে জিততে পারবে, তারা ভুল। বিশেষ করে কোপা আমেরিকায়, যেখানে কন্ডিশন বাকি সব প্রতিযোগিতার চেয়ে আলাদা। মুহূর্তে আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার মতো একটি জায়গায় দাঁড়িয়ে আছি এবং একই সঙ্গে সুযোগ আছে ফাইনালে পৌঁছানোর। এটি খুবই গুরুত্বপূর্ণ।’

ইকুয়েডরের বিপক্ষে জয়ের পর দলের খেলোয়াড়দের প্রশংসা করেন স্কালোনি, ‘শেষ মিনিট পর্যন্ত তারা তাদের সেরাটা দিয়েছে এবং এতে আমি গর্বিত। আমরা শান্ত থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।’

টিআইএস