মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টায় কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল ব্রাজিল ও পেরু। এই ম্যাচে পরিষ্কার ফেভারিট স্বাগতিক ব্রাজিল। তবে ফাইনালে ওঠার মিশনে ছেড়ে কথা বলবে না পেরুও। ম্যাচের আগে দুই দলের একই লক্ষ্য থাকলেও প্রতিপক্ষ নিয়ে ভিন্ন ভাবনা তাদের।

ম্যাচের আগে ব্রাজিলের মিডফিল্ডার ফ্রেড বলেন, ‘অবশ্যই ঘরের মাটিতে আমরা পরিষ্কার ফেভারিট। কিন্তু এটি নিয়ন্ত্রণ করার দক্ষতা আমাদেরকেই দেখাতে হবে। আপাতত আমরা ফাইনালের ব্যাপারে চিন্তা করছি না। আমরা যদি আগামীকালের ম্যাচ বাদ দিয়ে ফাইনালের কথা ভাবতে থাকি, তারা (পেরু) হয়তো আমাদের চমকে দেবে। পেরু আত্মবিশ্বাসী হয়েই খেলতে নামবে। আমাদের তাই প্রস্তুত থাকতে হবে।’

দুই দলের এই লড়াইকে বলা হচ্ছে ২০১৯ কোপা আমেরিকার ফাইনাল। সেবার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল আর পেরু। পেরুকে ৩-১ গোলে হারিয়ে ব্রাজিল সহজেই জিতে নেয় শিরোপা। পাশাপাশি শেষ মুখোমুখি অর্থ্যাৎ এবারের প্রতিযোগিতার প্রথম ম্যাচে ৪-০ গোলে জয় তো ব্রাজিলকে সেমিফাইনালে ভালো কিছু করার আত্মবিশ্বাসই দিচ্ছে।

দলটি কোচ তিতে বলেছেন, ‘দুটি ম্যাচ আলাদা এবং পরিস্থিতি, সময়ও ভিন্ন। পাশাপাশি এই ম্যাচের চাহিদাও আগের ম্যাচের চেয়ে উঁচুতে। আমাদের লক্ষ্য অর্জনের জন্য তাদের চেয়ে ভালো খেলা জরুরি। কারণ তারাও ফাইনালে যেতে চায়, তাদের লক্ষ্যও একই।’

সেমিফাইনালের আগে পেরুর কোচ রিকার্ডো গারেকা জানালেন, গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে হারলেও এবার নিজেদের ভুলগুলো শুধরিয়ে মাঠে নামবে তার দল। গারেকা বলেন, ‘ব্রাজিল দলটি ধারাবাহিকভাবে বেশ শক্তিশালী। এবারের ব্রাজিল দলটিও অসাধারণ। এটা ঠিক যে, তাদের সঙ্গে আগের ম্যাচে আমরা বেশকিছু ভুল করেছি। তবে আমরা দলটিও উন্নতি করেছে।’

টিআইএস/এটি