ছবি: সংগৃহীত

তীব্র তুষারপাত চলছে। মাটিতে গড়ানো পাস দিয়ে ২০ গজ ও নেয়ার উপায় নেই। এরই মধ্যে রিয়াল খেলেছে, বলের দখল রেখেও গোলশূন্য ড্র করেছে ওসাসুনার মাঠে। এই ফলাফলের পর দলটির কোচ জিনেদিন জিদান দায় দেখছেন প্রকৃতির, প্রচ্ছন্ন ক্ষোভ ছিল আয়োজকদের উপরও।

স্পেনে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তুষারঝড় ‘ফিলোমেনা’র তাণ্ডব চলছে, যে কারণে জনজীবনও হয়ে পড়েছে বিপর্যস্ত। এ কারণে অ্যাটলেটিকো মাদ্রিদ আর অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচটাও স্থগিত হয়ে গেছে। কিন্তু রিয়াল মাদ্রিদের ম্যাচটা হয়েছে সূচি মেনেই। যদিও দুই দলকে খেলতে হয়েছে বিরুদ্ধ পরিস্থিতিতে।

অ্যাটলেটিকোর ম্যাচটা না হওয়ায় রিয়ালের সামনে দারুণ সুযোগ ছিল জয় নিয়ে শীর্ষে চলে যাওয়ার। কিন্তু জয় পেতে হলে তো আগে গোল করতে হবে! রিয়াল সে সুযোগটা পেল কই? পুরো মাঠে তুষারের আস্তরণ স্বত্বেও মাঝমাঠে বলের দখলটা রেখেছিল রিয়াল, তবে সেটা আর প্রতিপক্ষ গোলমুখে নিতে পারেননি কারিম বেনজেমারা। তুষারের কারণে যে খেলাটাই দুস্কর হয়ে পড়েছিল!

কোচ জিদানকে এমনিতে মাঠের বাইরের সমস্যা নিয়ে আফসোস কিংবা ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় না। তবে বিরুদ্ধ পরিস্থিতিতেও খেলা চালিয়ে যাওয়া নিয়ে এবার তিনি ক্ষোভ উগরে না দিয়ে পারলেন না। জানালেন, ঝড়ের মুখে খেলা আয়োজনের কোনো দরকারই ছিল না।

ফরাসি কোচের ভাষ্য, ‘আমরা একে বাজেভাবে সামলেছি, তবু সাধ্যমতো চেষ্টা করেছি আমরা। এটা কোনো ফুটবল ম্যাচই ছিল না। ম্যাচটা স্থগিত হওয়া উচিত ছিল।’

ম্যাচটা শেষ হলেও তুষার ঝড়ের মধ্য দিয়ে রিয়াল বাড়ি ফিরবে কখন, তা নিয়েও কোচ জিদান শঙ্কা প্রকাশ করেন। বলেন, ‘আমরা কখন ফিরবো তাও এখন জানি না!’ উল্লেখ্য, ম্যাচের জন্যে মাদ্রিদ ছাড়তে গিয়েও বেশ বেগ পেতে হয়েছিলো জিদানের শিষ্যদের।

তবে এখন ব্যাপারটা অতীত হয়ে গেছে। এ কারণেই কোচ জিদানে একে পেছনে ফেলার পক্ষপাতি। বললেন, ‘ম্যাচের পরিস্থিতিটা মোটেও ঠিক ছিল না। আমি আবারও নিজেকে বলছি, এটা অতীত হয়ে গেছে।’

গোলশূন্য ড্রয়ের পর রিয়াল শীর্ষে উঠতে ব্যর্থ হয়, অ্যাটলেটিকোর চেয়ে তিন ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট কম নিয়ে জিদানের শিষ্যরা আছে তালিকার দ্বিতীয় স্থানে। তবে দিনের অন্য ম্যাচে ৪-০ গোলের দারুণ জয় পাওয়া বার্সেলোনার সঙ্গে দলটির পয়েন্ট ব্যবধান কমে নেমে এসেছে তিনে।

এনইউ/এটি