অনুশীলনে নেমেছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের শিষ্যরা। ছবি : সংগৃহীত

১৩ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল। ফেডারেশন কাপ শেষ হওয়ার দুই দিন পরেই শুরু হচ্ছে লিগ। টুর্নামেন্ট শেষ ও লিগের শুরুর মাঝে অল্প সময়ের ব্যবধান হওয়ায় বসুন্ধরা কিংসের ফুটবলাররা চ্যাম্পিয়নশিপ সেভাবে উদযাপন করতে পারেননি। 

১০ জানুয়ারি ফেডারেশন কাপের ট্রফি জিতে পরের দিন বিকেলেই বল নিয়ে অনুশীলনে নেমেছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের শিষ্যরা। বসুন্ধরার শিরোপা অক্ষুণ্ন রাখার পেছনে অন্যতম কারিগর গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। 

‘আমরা মাঠ থেকে ক্লান্ত হয়ে রাতে ক্লাবে ফিরেছি। সকালে কিছুটা বিশ্রাম নিয়ে বিকেলে মাঠে নেমে পড়েছি। এখন আমাদের লক্ষ্য লিগ।’ 

জিকো প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এভাবে

বসুন্ধরা লিগ কয়েক দিন পেছানোর অনুরোধ করলেও বাফুফে সেই অনুরোধ গ্রাহ্য করেনি বলে একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে। 

পেশাদার কোচ অস্কার ব্রুজন পেশাদার ভঙ্গিতেই বললেন, ‘ফেডারেশন কাপের লক্ষ্য পূরণ হয়েছে। এখন আমরা লিগ নিয়ে ব্যস্ত। মিশন শুরু হয়েছে। আশা করি এখানেও সফল হতে পারব।’
 
বসুন্ধরা কিংস ক্লাব কর্তৃপক্ষ সেমিফাইনালে ঢাকা আবাহনীকে হারানোর পর ২৫ লাখ টাকা বোনাস ঘোষণা করেছিল। সেই বোনাস ফাইনালের আগেই পেয়েছিলেন ফুটবলার ও কোচিং স্টাফরা। ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পর ৪০ লাখ টাকা বোনাস ঘোষণা হয়েছে। এই অর্থও লিগ শুরু হওয়ার আগেই পেয়ে যাওয়ার কথা ফুটবলারদের। 

আর্থিক বোনাস পেলেও ফেডারেশন কাপ জয়ের পর আনুষ্ঠানিক সংবর্ধনা পেতে কিছুটা সময় লাগবে। এই প্রসঙ্গে সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি বলেন,‘আমরা এখন পুরোপুরি লিগে মনোযোগ দিচ্ছি। লিগের মাঝে বিরতি হলে ক্লাব কতৃপক্ষ সুবিধাজনক সময়ে হয়তো আমাদের জন্য একটা অনুষ্ঠান আয়োজন করতে পারে।’

গত দুই মৌসুমে বসুন্ধরা কিংসের হোম ভেন্যু ছিল নীলফামারিতে। করোনার কারণে এবার তারা ঢাকার কাছাকাছি কুমিল্লাকে হোম ভেন্যুকে করেছে। বসুন্ধরার হোম ভেন্যু তৈরির পেছনে অনেক পরিশ্রম করেছেন মাঠ বিশেষজ্ঞ মোহাম্মদ ইয়াহিয়া।

তিনি বলেন, ‘আগের তুলনায় শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামের মাঠ এখন অনেকটাই প্রস্তুত। এই মাঠটি লিগ আয়োজনের জন্য প্রায় প্রস্তুত। শেষ মুহূর্তের পরিচর্যা চলছে।’ 

কুমিল্লা ভেন্যুটি মোহামেডানের সঙ্গে হোম ভেন্যু ব্যবহার করবে বসুন্ধরা। সর্বশেষ সমাপ্ত লিগের চ্যাম্পিয়ন হওয়ায় নতুন লিগের উদ্বোধনী ম্যাচ খেলতে হবে তাদের। ১৩ জানুয়ারি বিকেল চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ উত্তর বারিধারা। 

এজেড/এমএইচ